ঢাকা, শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

চরভদ্রাসনে জামায়াতে ইসলামীর গণসমাবেশ অনুষ্ঠিত

২০২৫ জুলাই ০৬ ১৯:৫২:০৭
চরভদ্রাসনে জামায়াতে ইসলামীর গণসমাবেশ অনুষ্ঠিত

দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে এক গণসমাবেশ ও নির্বাচনী প্রচার কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৬ জুলাই) সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চর হরিরামপুর ইউনিয়নের মধ্য সালেপুর ও মাসুদ খারহাট এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মুজিবুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-০৪ আসনের (ভাঙ্গা, সদরপুর, চরভদ্রাসন) জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মো. সরোয়ার হোসেন।

গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চরভদ্রাসন উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক কাওসার হোসেন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি সোলায়মানসহ স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মীরা।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা সরোয়ার হোসেন বলেন, “দেশে ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠা করতে হলে ইসলামী মূল্যবোধভিত্তিক নেতৃত্ব প্রয়োজন। তাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রতীক ‘দাঁড়িপাল্লা’-তে ভোট দিয়ে ইসলামী রাষ্ট্র কায়েমে ভূমিকা রাখতে সকলকে আহ্বান জানাচ্ছি।”

সমাবেশে বিপুলসংখ্যক স্থানীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত এই গণসংযোগ কর্মসূচিতে ইসলামী রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান পুনর্ব্যক্ত করা হয়।

(ডিসি/এএস/জুলাই ০৬, ২০২৫)