ঢাকা, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

প্রচ্ছদ » মুক্তচিন্তা » বিস্তারিত

দেশ ও জাতি রক্ষায় মুক্তিযুদ্ধের মূলধারায় ঐক্যবদ্ধ হতে হবে

২০২৫ জুলাই ০৭ ১৭:৫০:৪৩
দেশ ও জাতি রক্ষায় মুক্তিযুদ্ধের মূলধারায় ঐক্যবদ্ধ হতে হবে

আবীর আহাদ


আজ আমরা এমন এক ভয়াবহ সন্ধিক্ষণে দাঁড়িয়ে, যেখানে জাতির অস্তিত্বই যেন প্রশ্নবিদ্ধ। যে স্বাধীনতা অর্জিত হয়েছিল 'জয়বাংলা' অগ্নিমন্ত্রে, লাখো শহীদের রক্তে, বঙ্গবন্ধুর নেতৃত্বে,বীর মুক্তিযোদ্ধাদের শৌর্য বীরত্ব ও রক্তে- সে-স্বাধীনতা আজ লুটপাট, দুর্নীতি, দুঃশাসন, মবসন্ত্রাস ও রাষ্ট্রীয় জবাবদিহিহীনতার জালে জর্জরিত!

আইনের শাসনের অভাবে জনগণ আজ ন্যায়বিচার থেকে বঞ্চিত। ক্ষমতা আর ব্যক্তি-স্বার্থ রক্ষায় রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করা হচ্ছে! বঙ্গবন্ধু মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের চেতনা আজ অবমাননায় জর্জরিত! আরও উদ্বেগজনক হলো, দেশে স্বাধীনতাবিরোধী রাজাকার, ধর্মান্ধ মৌলবাদী গোষ্ঠী ও জঙ্গি অপশক্তির ভয়াবহ উত্থান ঘটছে! কী দুর্ভাগ্য, যারা এই দেশ ও মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, তারা আজ নানাভাবে শক্তিশালী হয়ে রাষ্ট্রের অভ্যন্তরেই জায়গা করে নিচ্ছে!

একের পর এক ভয়ঙ্কর চক্রান্ত চলছে। সেন্টমার্টিন দ্বীপ, রাখাইন করিডোর, চট্টগ্রাম বন্দর, লালমনিরহাট বিমানবন্দর ও মোংলা পোর্ট- এসব কৌশলগত গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো বিদেশি শক্তির হাতে তুলে দেয়ার অপপ্রয়াস চলছে কিছু অসৎ ধূরন্ধর চক্রের স্বার্থে। এ যেন স্বাধীনতা-সার্বভৌমত্ব ধ্বংস করার এক গভীর ষড়যন্ত্র! অর্থনীতি আজ দুর্দশাগ্রস্ত। মূল্যস্ফীতি, বেকারত্ব, বৈষম্য ও ভয়াবহ দারিদ্র্য মানুষের জীবনে অনিশ্চয়তা ও শঙ্কা সৃষ্টি করছে। জাতি আবার পরনির্ভরশীলতার পথে ধাবিত হচ্ছে!

অতএব, আজ স্পষ্টভাবে বলতে চাই, বঙ্গবন্ধু কোনো দলের নেতা নন, তিনি জাতির পিতা। জয়বাংলা ও মুক্তিযুদ্ধ কোনো স্লোগান নয়, এটি জাতির আত্মা। স্বাধীনতা কোনো শর্তাধীন বা বিক্রয়যোগ্য সম্পদ নয়, এটি রক্তে কেনা অঙ্গীকার। এই ভয়ঙ্কর পরিস্থিতিতে নীরব থাকা মানেই অপরাধে অংশগ্রহণ। তাই এখনই সময়, মুক্তিযুদ্ধের চেতনা ও অঙ্গীকারকে বুকে ধারণ করে সকল দেশপ্রেমিক, প্রগতিশীল, গণতান্ত্রিক, সামাজিক ও সাংস্কৃতিক শক্তিকে মুক্তিযুদ্ধের মূলধারায় ঐক্যবদ্ধ হতে হবে। দেশবিরোধী সব চক্রান্ত রুখে দিতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্নের অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, আত্মনির্ভরশীল সোনারবাংলা প্রতিষ্ঠার পথে বাঙালিত্বের চেতায় সাহসিকতার সঙ্গে এগিয়ে যেতে হবে। বাংলার মাটি কারো কাছে বন্ধক নয়। এই দেশ বাঙালির, এই চেতনা আমাদের অস্তিত্ব। বঙ্গবন্ধুর আদর্শ এবং মুক্তিযুদ্ধের চেতনাই আমাদের চলার পাথেয়।

লেখক : চেয়ারম্যান, একাত্তরের মুক্তিযোদ্ধা সংসদ।