ঢাকা, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

শরণখোলা সম্মেলনকে ঘিরে বিএনপিতে দ্বিধাবিভক্ত

২০২৫ জুলাই ০৭ ১৯:৫৮:১৭
শরণখোলা সম্মেলনকে ঘিরে বিএনপিতে দ্বিধাবিভক্ত

সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বাগেরহাটের শরণখোলায় ১৩ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে বিএনপির দ্বিবার্ষিক সম্মলেন। এই সম্মেলনকে কেন্দ্র করে দ্বিধাবিভক্ত হয়ে পছেড়ে দলটি। প্রকাশ্যেরূপ নিয়েছে দলীয় কোন্দল। দুই গ্রুপের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক প্রার্থীরা সভা-সমাবেশে একে অপরের বিরুদ্ধে করছেন বিষদ্গার। এমন পরিস্থিতিতে বিভ্রান্তিতে পড়েছেন দলের সাধারণ নেতাকর্মীরা।

গত রবিবার সন্ধ্যায় এক পক্ষের সভাপতি প্রার্থী আঞ্জুমান আরা আলো, সাধারণ সম্পাদক প্রার্থী বেল্লাল হোসেন মিলন ও সাংগঠনিক সম্পাদক প্রার্থী শামীম আহম্মেদ বাদল অপর পক্ষের প্রতিদ্বন্ধি সভাপতি প্রার্থী আনোয়ার হোসেন পঞ্চায়েতের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেন।

উপজেলার পাঁচরাস্তা মোড়ের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সাংবাদ সম্মেলনে আঞ্জুমান আরা আলো বলেন, আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে রাজনীতি করে আসছি। ফ্যাসিস্ট আওয়ামীলীগের দমন-পীড়ন, জেলজুলুম, নির্যাতনের শিকার হয়েও দলীয় কর্মকান্ড থেকে কখনো পিছপা হইনি। কিন্তু বিএনপির বর্তমান সদস্য সচিব ও আসন্ন সম্মেলনে প্রতিপক্ষ প্যানেলের সভাপতি প্রার্থী আনোয়ার হোসেন পঞ্চায়েত আমাদের প্যানেলের তিন প্রার্থীকে নিয়ে বিভিন্ন সভা-সমাবেশে প্রকাশ্যে কুরুচিপূর্ণ মন্তব্য করে চলেছেন। তার এমন বক্তব্যে দলের মধ্যে বিভাজন তৈরি হচ্ছে।

গত বুধবার (২ জুলাই) এক সভায় প্রতিপক্ষের আনোয়ার হোসেন পঞ্চায়েত প্রকাশ্যে আমাকেসহ (আঞ্জুমান আরা আলো) আমার প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থী বেল্লাল হোসেন মিলন ও সাংগঠনিক সম্পাদক প্রার্থী শামীম আহমেদ বাদলকে উদ্দেশ্য করে অশ্রাব্য ও মানহানিকর বক্তব্য দিয়েছেন। তার এমন বক্তব্যে সাধারণ নেতাকর্মীদের মাঝে চরম ক্ষোভ দেখা দিয়েছে। আনোয়ার হোসেন পঞ্চায়েত তার বক্তব্যের মাধ্যমে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও আসন্ন সম্মেলনের সুষ্ঠু পরিবেশ বিনষ্টের ষড়যন্ত করছেন। এসব ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য দলের উর্ধ্বতন মহলে অভিযোগ দেয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে সাধারণ সম্পাদক ও সাংগঠনিক প্রার্থীসহ সাউথখালী ইউনিয়ন বিএপির সভাপতি নেতা শহিদুল ইসলাম লিটন, খোন্তাকাটা ইউনিয়ন বিএনপি সভাপতি মহিউদ্দিন শাহজাহান, সাধারণ সম্পাদক হুময়ায়ূন কবীর, রায়েন্দা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আ. মজিদসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্মেলন শেষে বিএনপির সভপাতি প্রার্থী আঞ্জুমান আরা আলোর নেতৃত্বে প্রতিপক্ষের ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ একটি উপজেলা সদর রায়েন্দা বাজার প্রদক্ষিণ শেষে পথসভায় মিলিত হয়।

(এস/এসপি/জুলাই ০৭, ২০২৫)