ঢাকা, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

ফরিদপুরে এ কে আজাদের বাড়িতে চড়াও এর ঘটনায় কৃষকদলের সদস্য গ্রেফতার 

২০২৫ জুলাই ০৭ ২১:৪৬:১৯
ফরিদপুরে এ কে আজাদের বাড়িতে চড়াও এর ঘটনায় কৃষকদলের সদস্য গ্রেফতার 

রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি : ফরিদপুরে এ কে আজাদের বাড়িতে চড়াও এর ঘটনায় হওয়া মামলার এজাহার নামীয় ১১ নং আসামি মির্জা আলীসান ওরফে প্রিন্স (৪৫) নামের এক বিএনপি কর্মীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আজ সোমবার (৭ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে ফরিদপুরের মোমিন খার হাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শামছুল আজম উত্তরাধিকার ৭১ নিউজকে ওই মামলার এজাহারভুক্ত আসামি প্রিন্সের গ্রেফতারের খবরটি নিশ্চিত করেছেন।

মির্জা আলীসান প্রিন্স (৪৫) ফরিদপুর জেলার কোতয়ালি থানার মোমিন খার হাট এলাকার মৃত আব্দুর রউফ ওরফে বদু মেম্বার এর ছোট ছেলে ও পারিবারিকভাবে বিএনপি'র রাজনীতির সাথে সম্পৃক্ত।

আলীসান প্রিন্স ফরিদপুর জেলা কৃষক দলের সদস্য ও আগামী নির্বাচনে ফরিদপুর ৩ আসন থেকে বিএনপি'র হয়ে সংসদ সদস্য মনোনয়ন প্রার্থীদের একজন, কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসূফের অনুসারী বলে জানা গেছে। তিনি ফরিদপুর জেলা জাতীয়তাবাদী প্রবাসী দল নামের একটি সংগঠনের সাবেক সভাপতি ছিলেন।

উল্লেখ্য করা যেতে পারে, ফরিদপুরে হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাদের আজাদ ওরফে এ কে আজাদের বাড়িতে স্থানীয় বিএনপির একাংশের নেতাকর্মীর চড়াও হওয়ার ঘটনা ঘটে গত বৃহস্পতিবার। এ বিষয়ে থানায় অভিযোগ দেওয়া হয় শুক্রবার সন্ধ্যায়। হা-মীম গ্রুপের ল্যান্ড কর্মকর্তা মোহাম্মদ রাফিজুল খান ফরিদপুর কোতোয়ালি থানায় ওই এজাহারটি জমা দেন।

যাতে ফরিদপুর মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফাসহ ১৬ নেতাকর্মীর নাম উল্লেখ ও অজ্ঞাতপরিচয়ের অন্তত ৩০ জনকে আসামি করা হয়।

ফরিদপুরে এ কে আজাদের বাড়িতে বিএনপি নেতাদের চড়াও হওয়ার ঘটনাটি মিডিয়ার ব্যাপক সমালোচনা হলে স্বরাষ্ট্র উপদেষ্টা এ বিষয়টি গুরুত্বের দেখা হচ্ছে বলে রবিবার মিডিয়াকে জানান তিনি।

এ মামলাটি যথাযথ গুরুত্বের সাথে নিয়ে মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা করছে পুলিশের একাধিক শাখা বলে উত্তরাধিকার ৭১ নিউজকে জানিয়েছেন ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শামছুল আজম।

(আরআর/এএস/জুলাই ০৭, ২০২৫)