ঢাকা, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২

প্রচ্ছদ » আইন আদালত » বিস্তারিত

রাজন হত্যায় ৫ জনের যাবজ্জীবন

২০২৫ জুলাই ১০ ১৮:২০:৩৬
রাজন হত্যায় ৫ জনের যাবজ্জীবন

দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুরের মধুখালী উপজেলার গোন্দারদিয়া গ্রামে শাহ মো. রাজন (২৮) হত্যা মামলায় পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রায়ে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

আজ বৃহস্পতিবার ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২-এর বিচারক অশোক কুমার দত্ত এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন—মধুখালীর মো. আরমান হোসেন, মির্জা মাজহারুল ইসলাম মিলন, মো. মামুন শেখ, মো. আছাদ শেখ (পলাতক) ও মো. ইলিয়াস মৃধা। রায় ঘোষণার সময় চারজন আসামি আদালতে উপস্থিত থাকলেও মো. আছাদ শেখ পলাতক ছিলেন।

রায়ে আরও উল্লেখ করা হয়, যাবজ্জীবনের পাশাপাশি আসামিদের সাত বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

মামলার এজাহার অনুযায়ী, ২০১৪ সালের ২৭ মার্চ বিকেলে নিজ বাড়ি থেকে বের হওয়ার পর রাজন নিখোঁজ হন। একই দিন বিকেলে আসামিরা তার মোটরসাইকেলটি মধুমতি নদীতে ফেলে দেয়। পরে কুড়ানিয়ার চর এলাকার সিদ্দিক মাস্টারের বাগানে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে হত্যা করে। হত্যার পর রাজনের মরদেহ পুকুরপাড়ের মাটিচাপা দিয়ে লুকিয়ে রাখা হয়।

পরে আসামি আরমান হোসেনের স্বীকারোক্তিতে ২ এপ্রিল পুলিশ মাটি খুঁড়ে রাজনের লাশ উদ্ধার করে। ৩ এপ্রিল রাজনের মা জোসনা বেগম বাদী হয়ে মধুখালী থানায় হত্যা মামলা দায়ের করেন।

রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) মো. রকিবুল ইসলাম বিশ্বাস বলেন, “এই রায়ে আমরা ন্যায়বিচার পেয়েছি। দীর্ঘদিন পর পরিবারটি কিছুটা স্বস্তি পেল।

(ডিসি/এসপি/জুলাই ১০, ২০২৫)