ঢাকা, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২

প্রচ্ছদ » জাতীয় » বিস্তারিত

‘জুলাই সনদ, বিচার, নির্বাচন প্যাকেজ আকারে হতে হবে’

২০২৫ জুলাই ১১ ১৬:১০:৫৫
‘জুলাই সনদ, বিচার, নির্বাচন প্যাকেজ আকারে হতে হবে’

স্টাফ রিপোর্টার : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, “অনেকে বলে, আমরা নির্বাচন পেছাতে চাই। এটা ঠিক না। আমরা নির্বাচন চাই। আমাদের দাবি, জুলাই সনদ, বিচার, নির্বাচন সব প্যাকেজ আকারে হতে হবে।”

শুক্রবার (১১ জুলাই) সকালে যশোরে গণঅভ্যুত্থানে শহীদদের পরিবারের সদস্য ও আহতদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। জুলাই পদযাত্রার অংশ হিসেবে যশোরের একটি হোটেলে এ মতবিনিময় সভা হয়।

সভায় হাসনাত আব্দুল্লাহ বলেন, “৫ আগস্টের পূর্ববর্তী ব্যবস্থা ত্রুটিপূর্ণ। ওই ব্যবস্থায় ফেরা যাবে না। আওয়ামী লীগ ও হাসিনার বিচার নিশ্চিত করতে হবে, তাদের নিয়ে নির্বাচন হবে না।”

(ওএস/এএস/জুলাই ১১, ২০২৫)