ঢাকা, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

সাতক্ষীরায় ফেন্সিডিলসহ ২ জন আটক

২০২৫ জুলাই ১১ ১৯:০৪:৪৫
সাতক্ষীরায় ফেন্সিডিলসহ ২ জন আটক

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরার ভোমরায় র‌্যাবের অভিযানে ৩৫৮ বোতল ফেন্সিডিলসহ ২ জনকে আটক করা হয়েছে। আজ শুক্রবার ভোরে ভোমরার হাড়দ্দহা মাঝেরপাড়া এলাকার রকিব হোসেনের বাড়ি থেকে উক্ত ফেন্সিডিল সাদৃশ্য উইন্সেরেক্স নামক উক্ত মাদক উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন- হাড়দ্দহা মাঝেরপাড়া গ্রামের নাজিম সরদারের ছেলে শরিফুল ইসলাম ওরফে কালু এবং মোঃ মনিরুজ্জামান মনিরের ছেলে মোঃ আব্দুল কাদের (২৫)।

র‌্যাব-৬ সাতক্ষীরা কোম্পানী দপ্তর থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়েছে, গোপন সংবাদের মাধ্যমে র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্প জানতে পারে, সাতক্ষীরার ভোমরা ইউনিয়নের হাড়দ্দহা মাঝেরপাড়া এলাকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। সেই সংবাদের ভিত্তিতে ১১ জুলাই ২০২৫ ভোরবেলা উক্ত এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় আসামি শরিফুল ইসলাম ওরফে কালু এবং মোঃ আব্দুল কাদেরকে আটক করা হয় এবং উপস্থিত সাক্ষীদের সামনে গ্রেপ্তারকৃত আসামীদের তথ্যের ভিত্তিতে হাড়দ্দহা মাঝেরপাড়ার পলাতক আসামী রকিব হোসেন এর ইটের দেয়াল বেষ্টিত এক তলা বসতঘরের সিড়ির নিচ হতে ৩৫৮ বোতল উইন্সেরেক্স (ফেন্সিডিল সাদৃশ্য) নেশা জাতীয় মাদকদ্রব্য উদ্ধার করে।

জব্দকৃত মাদক ও গ্রেপ্তারকৃতদেরকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে এবং আসামিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

(আরকে/এসপি/জুলাই ১১, ২০২৫)