ঢাকা, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

অচিন্ত্য মজুমদার বুদ্ধ সভাপতি, নিপূন চক্রবর্তী সম্পাদক

লোহাগড়ার জগন্নাথ দেব মন্দির পরিচালনা পর্ষদের ত্রি-বার্ষিক কমিটি গঠন 

২০২৫ জুলাই ১১ ১৯:৪৬:০৪
লোহাগড়ার জগন্নাথ দেব মন্দির পরিচালনা পর্ষদের ত্রি-বার্ষিক কমিটি গঠন 

রূপক মুখার্জি, নড়াইল : নড়াইলের লোহাগড়া শহরের ঐতিহ্যবাহী ও প্রাচীন ধর্মীয় প্রতিষ্ঠান শ্রী শ্রী জগন্নাথ দেব মন্দির পরিচালনা পর্ষদের ত্রি-বার্ষিক কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে শুক্রবার বিকালে লোহাগড়া রথখোলা চত্বরে বিশিষ্ট সমাজসেবক বাবু খোকন কুন্ডুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি কমল কৃষ্ণ বালা, রঘুনাথ কর, অবসরপ্রাপ্ত শিক্ষক মৃত্যুঞ্জয় দাস, শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালিমাতা মন্দির পরিচালনা পরিষদের সহ-সম্পাদক কিশোর রায়, নির্মল পোদ্দার কালু, বিপ্লব সাহা, রতন চক্রবর্তীসহ প্রমূখ।

আলোচনা সভার শেষে সর্বসম্মতিক্রমে অচিন্ত্য মজুমদার বুদ্ধকে সভাপতি, নিপুন চক্রবর্তীকে সাধারণ সম্পাদক ও নির্মল পোদ্দার কালুকে কোষাধক্ষ করে লোহাগড়ার শ্রী শ্রী জগন্নাথ দেব মন্দির পরিচালনা পর্ষদের ত্রি-বার্ষিক কমিটি গঠন করা হয়। গঠিত কমিটি আগামী ১৫ দিনের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে মর্মে সিদ্ধান্ত নিতে হয়।

(আরএম/এসপি/জুলাই ১১, ২০২৫)