ঢাকা, রবিবার, ৩১ আগস্ট ২০২৫, ১৬ ভাদ্র ১৪৩২

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রের ১৬টি জলকপাট খুলে দেওয়া হবে সোমবার

২০২৫ আগস্ট ০৪ ০০:১১:০১
কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রের ১৬টি জলকপাট খুলে দেওয়া হবে সোমবার

রিপন মারমা, কাপ্তাই :কাপ্তাই লেকের পানির লেভেল রবিবার সন্ধ্যা ৬ ঘটিকায় ১০৭ ফুট হওয়ায় (যা বিপদ সীমার কাছাকাছি ধরে নেওয়া হয়), সোমবার (৪ আগস্ট) বিকেল ৩ টায় কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ১৬ টি জলকপাট ৬ ইঞ্চি করে ছেড়ে দেওয়া হবে।

এতে প্রতি সেকেন্ড ৯ হাজার কিউসেক পানি কাপ্তাই লেক হতে কর্ণফুলি নদীতে নিষ্কাশন করা হবে। রবিবার (৩ আগস্ট) রাতে কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ম্যানেজার মাহমুদ হাসান সাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য পাওয়া যায়।

বিজ্ঞপ্তিতে আরোও জানা যায়, বর্তমানে লেকের ইনফ্লো ও বৃষ্টিপাত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। ইনফ্লো বেশী হলে অথাৎ পানির লেভেল অপ্রত্যাশিতভাবে বৃদ্ধি পেলে স্পিল ওয়ের (জলকপাট) গেট খোলার পরিমান পর্যায়ক্রমে বৃদ্ধি করা হবে।

(আরএম/এএস/আগস্ট ০৪, ২০২৫)