ঢাকা, শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫, ৩১ শ্রাবণ ১৪৩২

প্রচ্ছদ » খেলা » বিস্তারিত

সিলেটের সাদা পাথর লুট বন্ধে সরব রুবেল হোসেন

২০২৫ আগস্ট ১২ ১৫:৪১:৩৪
সিলেটের সাদা পাথর লুট বন্ধে সরব রুবেল হোসেন

স্পোর্টস ডেস্ক : সিলেটের বিখ্যাত সাদা পাথর লুটের ঘটনায় হতভম্ব পুরো দেশের মানুষ। সামাজিক যোগাযোগের মাধ্যমে এ নিয়ে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে।

এবার বিষয়টি নিয়ে সরব হয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার রুবেল হোসেন।

মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি লুট বন্ধ করে প্রকৃতি রক্ষার আহ্বান জানান। বাংলাদেশের জার্সিতে ১০৪ ওয়ানডে, ২৭ টেস্ট ও ২৮ টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতাসম্পন্ন এই পেসার লেখেন— “সিলেটের সাদা পাথর নেই তো, হারাবে সিলেটের সৌন্দর্যের গল্প। সাদা পাথর লুটেদের থামাও। প্রকৃতি লুট নয়, প্রকৃতি রক্ষা করুন। ”

গত কয়েকদিনে সাদা পাথর লুটের একাধিক ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। জঘন্য এই কর্মকাণ্ডের বিরুদ্ধে বিভিন্ন পেশার মানুষ ও পর্যটকদের পাশাপাশি এবার সরব হলেন জাতীয় দলের এই পেসারও।

স্থানীয় সূত্রে জানা গেছে, ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর প্রশাসনিক শিথিলতার সুযোগে শুরু হয় পাথর লুট। কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জে অবস্থিত এই জনপ্রিয় পর্যটনকেন্দ্রে গত দুই সপ্তাহ ধরে লুটেরাদের তাণ্ডবে এলাকা লণ্ডভণ্ড হয়ে গেছে।

পরিবেশবিদরা সতর্ক করে বলেছেন— এভাবে চলতে থাকলে সাদা পাথর পর্যটনকেন্দ্র বিলীন হয়ে যেতে পারে, এতে পরিবেশের মারাত্মক ক্ষতি হবে এবং সরকার হারাবে বড় অঙ্কের রাজস্ব।

(ওএস/এএস/আগস্ট ১২, ২০২৫)