ঢাকা, শনিবার, ১৬ আগস্ট ২০২৫, ১ ভাদ্র ১৪৩২

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

গোয়ালন্দের এক চিতলের দাম ২০ হাজার টাকা 

২০২৫ আগস্ট ১৫ ২২:৫৮:১৬
গোয়ালন্দের এক চিতলের দাম ২০ হাজার টাকা 

একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ার পদ্মা নদীতে জেলের জালে নয় কেজি ওজনের একটি চিতল মাছ ধরা পড়েছে। মাছটি দুই হাজার ২০০ টাকা কেজি দরে ১৯ হাজার ৮০০ টাকায় বিক্রি হয়েছে।

শুক্রবার সকালে দৌলতদিয়া মাছ বাজারের রেজাউল মণ্ডলের আড়তে মাছটি বিক্রির জন্য নিয়ে যান জেলে জাহিদ হালদার। সেখানে উন্মুক্ত নিলামের মাধ্যমে মাছটি কিনে নেন ফেরিঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ।

জানা গেছে, জেলে জাহিদ হালদার তার সঙ্গীদের নিয়ে ভোররাতে দৌলতদিয়ার কলাবাগান এলাকায় পদ্মা নদীতে তাদের জালে চিতল মাছটি আটকা পড়েছে। মাছটি বিক্রির জন্য জাহিদ হালদার দৌলতদিয়া মাছ বাজারে নিয়ে যান। সেখানে ৯ কেজি ওজনের মাছটি তোলা হলে উন্মুক্ত নিলামে দুই হাজার ১০০ টাকা কেজি দরে ১৮ হাজার ৯০০ টাকায় স্থানীয় মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ মাছটি ক্রয় করেন।

(একে/এএস/আগস্ট ১৫, ২০২৫)