ঢাকা, রবিবার, ১৭ আগস্ট ২০২৫, ১ ভাদ্র ১৪৩২

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

কালীগঞ্জের অফদা খাল ভূমি দস্যুদের দখলে

পানিবন্দি হয়ে শতাধিক পরিবারের মানবেতর জীবন-যাপন

২০২৫ আগস্ট ১৬ ১৯:৩২:৫০
পানিবন্দি হয়ে শতাধিক পরিবারের মানবেতর জীবন-যাপন

কালীগঞ্জ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার আড়পাড়া-পরামানিকপাড়া এলাকার প্রাচীন অফদা খাল আজ দখলদারদের করাল গ্রাসে প্রায় বিলীন হয়ে গেছে। অবৈধ দখল, সংস্কারের অভাব এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতায় খালটি এখন আর খাল হিসেবে চেনার উপায় নেই। এক সময় চিত্রা নদীর সাথে সংযুক্ত এই খাল দিয়ে বর্জ্য ও বৃষ্টির পানি নিষ্কাশন হলেও বর্তমানে তা বন্ধ হয়ে যাওয়ায় শতাধিক পরিবার পানিবন্দি হয়ে মানবেতর জীবন যাপন করছে।

স্থানীয়দের অভিযোগ, স্বাধীনতার পর থেকে ধারাবাহিকভাবে প্রভাবশালী ভূমিদস্যুরা খালের দু’পাড় দখল করে গড়ে তুলেছে বহুতল ভবন, মার্কেট ও দোকানপাট। খালের বাকি অংশ ভরাট হয়ে গেছে আবর্জনায়, সৃষ্টি হয়েছে দুর্গন্ধ ও পরিবেশ দূষণ। বর্ষা মৌসুমে পানির স্বাভাবিক প্রবাহ ব্যাহত হয়ে পরামানিকপাড়ার শতাধিক বসতবাড়ি কোমর পানিতে ডুবে গেছে। ডুবে গেছে টিউবওয়েল, ফসলের মাঠ এবং বাধ্য হয়ে মানুষকে গৃহপালিত পশু অন্যত্র সরিয়ে নিতে হয়েছে। ফলে দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট, খাবারের অভাব এবং পানিবাহিত রোগের প্রাদুর্ভাব।

আড়পাড়া নদিপাড়ার বাসিন্দা মিরু খাঁ বলেন, “খালের দু’পাড় দীর্ঘদিন ধরে প্রভাবশালীরা দখল করে বাড়িঘর ও মার্কেট নির্মাণ করেছেন। সরকারের জনপ্রতিনিধি ও প্রশাসনের সঠিক নজরদারির অভাবে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে। বর্তমানে শতাধিক পরিবার পানিবন্দি হয়ে চরম দুর্ভোগে পড়েছে।”

অভিযোগ রয়েছে, খাল দখল নিয়ে একাধিকবার স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের কাছে অভিযোগ জানালেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। যদিও উপজেলা নির্বাহী কর্মকর্তা দেদারুল ইসলাম জানান, “খালটি দখলমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের সহায়তায় অবৈধ দখলদারদের তালিকা তৈরি করে অচিরেই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে এবং খালটি পুনঃখননের মাধ্যমে পানিপ্রবাহ স্বাভাবিক করা হবে।”

স্থানীয়দের দাবি, সরকারের ঘোষিত নীতিমালা অনুযায়ী সকল জলাশয় দখলমুক্ত করে পানিপ্রবাহ স্বাভাবিক রাখতে হবে। তাই দ্রুত সময়ের মধ্যে অফদা খাল সংস্কার ও দখলমুক্ত করে পরিবেশ পুনরুদ্ধার করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন তারা।

(এসএস/এসপি/আগস্ট ১৬, ২০২৫)