ঢাকা, রবিবার, ১৭ আগস্ট ২০২৫, ১ ভাদ্র ১৪৩২

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

বাগেরহাটে ইয়াবাসহ মাদক কারবারি আটক

২০২৫ আগস্ট ১৬ ১৯:৪১:৫৩
বাগেরহাটে ইয়াবাসহ মাদক কারবারি আটক

সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বাগেরহাটের মোরেলগঞ্জে ১০০ পিচ ইয়াবাসহ মামুন শিকদার (২৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে উপজেলার সন্ন্যাসী বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার প্যান্টের পকেটে থাকা একশত পিচ ইয়াবা উদ্ধার করা হয়। আটক মামুন শিকদার শরনখোলা উপজেলার জানেরপাড় গ্রামের সোহরাব শিকদারের ছেলে।

সন্ন্যাসী পুলিশ ফাড়ির ইনচার্জ মো. তমেজ উদ্দিন এ তথ্য নিশ্চিত করে জানান, মাদকের একটি বড় চালান হাত বদলের জন্য সন্ন্যাসী বাজারের শিকদার মোবাইল সার্ভিসিং সেন্টারে অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। এসময়ে পুলিশ মাদক কারবারি মামুনকে আটক করে তার তার পকেট থেকে একশত পিচ ইয়াবা উদ্ধার করা হয়। মামলা দায়ের করে ইয়াবাসহ আটক মামুনকে থানায় হস্তান্তর করা হয়েছে।

(এস/এসপি/আগস্ট ১৬, ২০২৫)