প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
টাঙ্গাইলে সনাতন ধর্মাবলম্বীদের জন্মাষ্টমী উদযাপিত
২০২৫ আগস্ট ১৬ ১৯:৪৭:৪৬
টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব পরমেশ্বর শ্রী কৃষ্ণের আবির্ভাব হিসেবে শুভ জন্মাষ্টমী উদযাপন করা হয়েছে।
আজ শনিবার এ উপলক্ষ্যে টাঙ্গাইল শ্রীশ্রী কালীবাড়ির আয়োজনে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়। এদিন সকালে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন, বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।
টাঙ্গাইল শ্রীশ্রী কালীবাড়ি কমিটির ভারপ্রাপ্ত সভাপতি স্বপন ঘোষের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জীবন কৃষ্ণ চৌধুরীর সঞ্চালনায় অন্যদের মধ্যে টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, সাবেক সদস্য সচিব মাহমুদল হক সানু, টাঙ্গাইল জেলা পূজা উদযাপন ফ্রণ্টের সভাপতি অমল ব্যানার্জি সহ বিপুল সংখ্যক সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ এবং স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানের পর একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় সনাতন ধর্মাবল্বী নারী-পুরুষ ও শিশুরা অংশ নেন।
শোভাযাত্রা শেষে পুজাচ্চর্না, পরমেশ্বর শ্রী কৃষ্ণের জীবনীর উপর আলোচনা, ধর্মীয় সঙ্গীতানুষ্ঠান উদযাপন করা হয়। এছাড়া শহরের ছোট কালীবাড়ি, বটতলা এবং জেলা ইসকনের পক্ষ থেকেও অনুরূপ কর্মসূচি পালন করা হয়।
(এসএম/এসপি/আগস্ট ১৬, ২০২৫)