প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
পঞ্চগড় জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন পঞ্চগড় সদর উপজেলা
২০২৫ আগস্ট ১৬ ২০:০১:২২
স্টাফ রিপোর্টার, পঞ্চগড় : পঞ্চগড়ে জুলাই শহীদ স্মৃতি জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত খেলা আজ শনিবার বিকালে পঞ্চগড় জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
খেলায় বোদা উপজেলা ফুটবল একাডেমিকে ৪-১গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে পঞ্চগড় সদর উপজেলা ফুটবল একাদশ।
ফাইনালে ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুর্নামেন্টের সভাপতি জেলা প্রশাসক মোঃ সাবেত আলী।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুমন চন্দ্র দাশ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শইমী ইমতিয়াজ।
জেলার ৫টি উপজেলা ও তিনটি পৌরসভার মোট ৮টি দল নিয়ে আয়োজিত পঞ্চগড় জেলা স্টেডিয়ামে পরিচালিত টুর্নামেন্টের উদ্বোধন হয়েছিল গত ৫আগস্ট। ম্যাচের ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেন জেলা ক্রীড়া অফিসার আবুল হাশেম। মধ্যমাঠ পরিচালনা করেন পঞ্চগড় জেলা রেফারি সমিতির সদস্য মাহমুদুর রশিদ মিলন্ট, সহকারি পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন আসাদুজ্জান আসাদ ও মিলন খন্দকার।
খেলায় শ্রেষ্ঠ গোলকিপার হয়েছে সদর উপজেলার মইয়ুম, শ্রেষ্ঠ খেলোয়াড় হয়েছে বোদা উপজেলা লক্ষণ, ম্যান অবদা ম্যাচ হবার গৌরব অর্জন করেছে সদর উপজেলার জিসান। ম্যাচ শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের খেলোয়াড়দের মাঝে অতিথিরা পুরস্কার বিতরণ করেন। ভাদ্রের প্রথমদিনে অনুষ্ঠিত খেলায় স্টেডিয়ামে ছিলো দর্শকদের উপচে পড়া ভীড়।
(আরএআর/এসপি/আগস্ট ১৬, ২০২৫)