ঢাকা, রবিবার, ১৭ আগস্ট ২০২৫, ১ ভাদ্র ১৪৩২

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

নগরকান্দায় জন্মাষ্টমী পালিত 

২০২৫ আগস্ট ১৬ ২০:১৯:২১
নগরকান্দায় জন্মাষ্টমী পালিত 

নগরকান্দা প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় ধর্মীয় শ্রদ্ধা ও উৎসবমুখর পরিবেশের মধ্যে দিয়ে পালিত হলো সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫১তম আবির্ভাব তিথি শুভ জন্মাষ্টমী অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার বিকালে উপজেলার কেন্দ্রীয় কালী মন্দির প্রাঙ্গণে, পূজা, শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।

উৎসব উপলক্ষে হাজার হাজার ভক্ত মন্দির প্রাঙ্গণে সমবেত হন। বিভিন্ন বয়সী নারী-পুরুষ ভক্তরা ঢাক-ঢোল, শঙ্খধ্বনি ও ধর্মীয় গান পরিবেশনের মাধ্যমে অংশগ্রহণ করেন উৎসবে। শিশু-কিশোরদের অংশগ্রহণে শোভাযাত্রা ও ‘কৃষ্ণ লীলা’ নাট্য পরিবেশনও ছিল বিশেষ আকর্ষণ।

এই ধর্মীয় উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু। তিনি পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও ভক্তদের সঙ্গে মতবিনিময় করেন।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সহসভাপতি আলিমুজ্জামান সেলু, মাহবুব আলী মিয়া, সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সভাপতিত্বে করেন গোসাই লালো। অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রণদা প্রসাদ সরকার।

(পিবি/এসপি/আগস্ট ১৬, ২০২৫)