প্রচ্ছদ » স্বাস্থ্য » বিস্তারিত
সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ‘অ্যান্টিভেনম’ রাখার নির্দেশ
২০২৫ আগস্ট ১৯ ০০:৩২:০৭
স্টাফ রিপোর্টার :দেশের সব উপজেলা পর্যায়ে সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে সাপের বিষ প্রতিষেধক ভ্যাকসিন ‘অ্যান্টিভেনম’ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। দ্রুত সময়ের মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ও ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালককে (ডিজি) এ আদেশ বাস্তবায়ন করে আগামী ২৮ অক্টোবরের মধ্যে প্রতিবেদন দাখিল করার জন্য বলেছেন আদালত।
জনস্বার্থে দায়ের করা এক রিটের প্রাথমিক শুনানি শেষে সোমবার (১৮ আগস্ট) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে আজ রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মীর এ কে এম নুরন্নবী। তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট ইসমাঈল হোসেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শফিকুর রহমান, তানিম খান ও সহকারী অ্যাটর্নি জেনারেল ইকরামুল কবির।
এর আগে রবিবার (১৭ আগস্ট) সাপের কামড়ের অ্যান্টিভেনম দেশের সব উপজেলা পর্যায়ের সরকারি হাসপাতালে সরবরাহের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন অ্যাডভোকেট মীর এ কে এম নুরুন্নবী।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ শফিকুর রহমান বলেন, ‘রিটের প্রার্থনায় উপজেলা পর্যায়ে অ্যান্টিভেনম নিশ্চিত করার জন্য বলা হয়েছে। উপজেলা পর্যায়ে পাঠানো মানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হবে।’
সঙ্গে সঙ্গে রুলও জারি করেছেন আদালত। রুলে গ্রাম এলাকায় নির্দিষ্টভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা হাসপাতালে পর্যাপ্ত অ্যান্টিভেনম নিশ্চিতে বিবাদীদের নিষ্ক্রিয়তা ও ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা হাসপাতালে অবিলম্বে অ্যান্টিভেনমের সরবরাহ নিশ্চিত করতে বিবাদীদের কেন নির্দেশ দেওয়া হবে না, তাও জানতে চাওয়া হয়েছে রুলে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবং ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালকসহ বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদেশের পর আইনজীবী এ কে এম নুরুন নবী বলেন, বন্যায় দেশের বিভিন্ন উপজেলায় সাপের কামড়ে মানুষের মৃত্যুর খবর প্রায়ই গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে। এতে দেখা যায়, উপজেলা হাসপাতালগুলোতে পর্যাপ্ত পরিমাণে অ্যান্টিভেনম না থাকায় রোগীর মৃত্যু ঘটছে। বিষয়টি জনস্বার্থ বিবেচনায় আমরা উচ্চ আদালতে রিট করি।
এর আগে ‘সাপের কামড়ে মৃত্যু, স্বাস্থ্য খাতে এক নীরব সংকট’ শিরোনামে গত ১৭ জুলাই একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়। তার আগে ১০ জুলাই ‘৫ মাসে সাপের কামড়ে ৩৮ জনের মৃত্যু’ শিরোনামে একটি অনলাইনে প্রতিবেদন প্রকাশিত হয়। গণমাধ্যমে আসা এ ধরনের বিভিন্ন প্রতিবেদন যুক্ত করে ১৭ আগস্ট দেশের সব উপজেলা পর্যায়ের সরকারি হাসপাতালে অ্যান্টিভেনম সরবরাহের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন অ্যাডভোকেট মীর এ কে এম নুরুন্নবী।
(ওএস/এএস/আগস্ট ১৯, ২০২৫)