ঢাকা, সোমবার, ৬ অক্টোবর ২০২৫, ২০ আশ্বিন ১৪৩২

প্রচ্ছদ » আনন্দ বেলা » বিস্তারিত

কাজী নজরুল ইসলাম

২০২৫ আগস্ট ২৭ ২৩:৪০:৪৫
কাজী নজরুল ইসলাম










রাজীব হাসান

বাবরি চুলের সেই ছেলেটি
লিখত দারুণ বেশ,
শিশু-কিশোর সবার প্রাণে
আনন্দের আবেশ।
ছোটবেলার সেই দুখু মিয়া
বিদ্রোহী এক কবি,
কবিতায় তাঁর সত্য-ন্যায়ের
উঠেছে ফুটে ছবি।
লিখে গেছেন কালজয়ী সব
কবিতা আর গান,
‘বিদ্রোহী’ তাঁর অমর সৃষ্টি
গল্প ‘ব্যথার দান’।
‘চল্ চল্ চল্’ তার রণসংগীত
‘অগ্নিবীণা’ কাব্য,
নজরুল তিনি সবার সেরা
সবাই করে শ্রাব্য।