ঢাকা, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২

প্রচ্ছদ » তথ্য-প্রযুক্তি » বিস্তারিত

ছাত্রছাত্রীদের এআই শেখাতে এগিয়ে আসলো রবি ও টেন মিনিট স্কুল

২০২৫ সেপ্টেম্বর ১৮ ১৮:৩০:২৬
ছাত্রছাত্রীদের এআই শেখাতে এগিয়ে আসলো রবি ও টেন মিনিট স্কুল

তথ্যপ্রযুক্তি ডেস্ক : ছাত্রছাত্রীদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শেখার ক্ষেত্রে সহায়তা করতে একসাথে কাজ করবে রবি আজিয়াটা পিএলসি ও দেশের শীর্ষস্থানীয় এডটেক প্ল্যাটফর্ম টেন মিনিট স্কুল। প্রতিষ্ঠান দুটির যৌথ অংশীদারিত্বের আওতায় দেশের বিভিন্ন স্কুল ও কলেজের লাইব্রেরিতে এআই ব্যবহারের উপর বাংলায় লেখা একটি বই বিতরণ করা হবে। এছাড়া এআই ব্যবহার নিয়ে ’মাই রবি’ অ্যাপ থেকে পাওয়া যাবে সাপ্তাহিক ভিডিও কনটেন্ট।

এই উদ্যোগের অংশ হিসেবে অনলাইনভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠান টেন মিনিট স্কুলের সিইও আয়মান সাদিক বাংলায় প্রথমবারের মতো এআই শেখার একটি পূর্ণাঙ্গ ই-বুক তৈরি করেছেন। এতে রয়েছে ২৪টি ভিজ্যুয়াল চ্যাপ্টার এবং ২৪টি ভিডিও। বইটি ছাপিয়ে দেশের প্রত্যন্ত অঞ্চলের স্কুল ও কলেজের লাইব্রেরিতে সরবরাহ করা হবে, যাতে শিক্ষার্থীরা সহজেই এআই সম্পর্কে জানতে ও শিখতে পারে।

এছাড়াও ‘মাই রবি’ অ্যাপ ব্যবহারকারীরা প্রতি “সুপার রবিবারে”এআই টিপস, ট্রিকস ও সাপ্তাহিক ভিডিও কনটেন্ট উপভোগ করতে পারবেন।

রবির চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমাদ বলেন, “এআই বিশ্বজুড়ে শিক্ষা ব্যবস্থায় দ্রুত পরিবর্তন আনছে। রবি ও টেন মিনিট স্কুলের এই অংশীদারিত্বের মাধ্যমে বাংলাদেশের স্কুল ও কলেজের শিক্ষার্থীদেরকে ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় দক্ষতা ও জ্ঞান অর্জনে সহায়তা করা হবে। আমরা চাই প্রযুক্তির অগ্রগতির সঙ্গে শিক্ষার একটি কার্যকর সেতুবন্ধন তৈরি করতে।”

(পিআর/এসপি/সেপ্টেম্বর ১৮, ২০২৫)