ঢাকা, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ৩ কার্তিক ১৪৩২
প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
চট্টগ্রাম ইপিজেডে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৭ ইউনিট
২০২৫ অক্টোবর ১৬ ১৮:১১:১৬
চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (সিইপিজেড) একটি পোশাক কারখানায় ভয়াবহ আগুন লেগেছে। ‘অ্যাডামস ক্যাপ’ নামে কারখানাটির ৭ তলা ওই ভবনে পাঁচ শতাধিক শ্রমিক রয়েছেন বলে জানা গেছে।
আজ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট কাজ করছে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. জসিম উদ্দীন জানান, সাত তলা ভবনের ৫, ৬, ৭ তলায় আগুন লেগেছে। এ পর্যন্ত তাদের ১৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দিয়েছে।
তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাতের কারণ ও ক্ষয়ক্ষতি বা হতাহত সম্পর্কে কিছু জানা যায়নি।
(ওএস/এসপি/অক্টোবর ১৬, ২০২৫)