ঢাকা, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ৩ কার্তিক ১৪৩২

প্রচ্ছদ » আইন আদালত » বিস্তারিত

সাতক্ষীরায় মাদক মামলায় নারীর যাবজ্জীবন 

২০২৫ অক্টোবর ১৬ ১৯:১২:১০
সাতক্ষীরায় মাদক মামলায় নারীর যাবজ্জীবন 

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : ফেনসিডিল নিজের হেফাজতে রাখার দায়ে দোষী সাব্যস্ত করে খাদিজা বেগম নামের এক নারীকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। গতকাল বুধবার বিকেলে সাতক্ষীরার অতিরিক্ত দায়রা জজ ২য় আদালতের বিচারক সাবিনা ইয়াসমিন এক জনাকীর্ণ আদালতে এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামী কাঠগড়ায় হাজির ছিলেন না।

সাজাপ্রাপ্ত খাদিজা বেগম সাতক্ষীরা সদর উপজেলার শ্রীরামপুর এলাকার মৃত করিম সরদারের মেয়ে।

মামলার বিবরণে জানা যায়, ২০০১ সালের ২১ সেপ্টেম্বর সকালে সাতক্ষীরা খুলনা মহাসড়কের নারকেলতলা ব্রিজের উপর আসামি খাদিজা বেগম রিকশা যোগে খুলনাগামী বাসে ওঠার সময় তার কাছ থেকে ১১০ বোতল ফেনসিডিল উদ্ধার করে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের কর্মকর্তারা। এ ঘটনায় একই দিনে সাতক্ষীরা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের১৯৯০এর ১৯(১)৩(খ) ধারায় মামলা দায়ের করেন সাতক্ষীরা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের পরিদর্শক কাজী হাবিবুর রহমান। মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন পরিদর্শক বেলায়েত হোসেন ২০০২ সালের৩ মার্চ আসামী খাদেজা খাতুনের নাম উল্লেখ করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ২০০৩ সালের ২০ নভেম্বর আদালত আসামীর বিরুদ্ধে অভিযোগ গঠন করে।

মামলার নথি ও চারজন সাক্ষীর সাক্ষ্য পর্যালোচনা শেষে আসামি খাদেজা খাতুনের বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিচারক উপরোক্ত রায় দেন।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মোস্তফা জামান ও শিহাব মাসউদ সাচ্চু। আসামির সাজার বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পিপি অ্যাড. মোস্তফা জামান।

(আরকে/এসপি/অক্টোবর ১৬, ২০২৫)