প্রচ্ছদ » শিক্ষা » বিস্তারিত
যশোর বোর্ডে এইচএসসির ফলে চরম বিপর্যয়: পাসের হার নেমে ৫০.২০ শতাংশ
২০২৫ অক্টোবর ১৬ ১৯:১৫:৩৮
স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ, যশোর : যশোর শিক্ষা বোর্ডে এবারের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার ফলাফলে চরম বিপর্যয় ঘটেছে। পাসের হার দাঁড়িয়েছে মাত্র ৫০.২০ শতাংশ, যা বোর্ডের ইতিহাসে স্মরণকালের মধ্যে সর্বনিম্ন। সারাদেশের শিক্ষাবোর্ডগুলোর মধ্যে পাসের হারে যশোর বোর্ডের অবস্থান প্রায় তলানিতে ঠেকেছে। যদিও বোর্ড কর্মকর্তারা এই ফলকে 'বিপর্যয়' বলতে নারাজ। তাদের দাবি, ভেন্যু কেন্দ্র প্রত্যাহার করে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ায় পরীক্ষা গ্রহণের কারণেই ফল এমন হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে বোর্ডের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন চেয়ারম্যান প্রফেসর ড. মোসাম্মাৎ আসমা বেগম। বোর্ডের আওতাধীন ১০ জেলা থেকে ১ লাখ ১২ হাজার ৫৭৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে, যার মধ্যে কৃতকার্য হয়েছে মাত্র ৫৬ হাজার ৫০৯ জন।
পাসের হার তলানিতে নামলেও জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা ৫ হাজার ৯৯৫ জন। এর মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ৩ হাজার ৩৮১ জন, মানবিক বিভাগ থেকে ২ হাজার ১৭৯ জন এবং ব্যবসা শিক্ষা বিভাগ থেকে ৪৩৫ জন সর্বোচ্চ গ্রেড পেয়েছে।
বিভাগভিত্তিক ফলাফলে দেখা যায়, বিজ্ঞান বিভাগে ২১ হাজার ১৮০ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৫ হাজার ৯৩১ জন। মানবিক বিভাগে ৭৮ হাজার ৯৯৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৩৪ হাজার ৩ জন। ব্যবসা শিক্ষা বিভাগে ১২ হাজার ৩৯৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৬ হাজার ৫৭৫ জন।
ফলাফল ঘোষণার সময় বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোসাম্মাৎ আসমা বেগম বলেন, "আমরা পরীক্ষা প্রক্রিয়ায় সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করেছি। প্রশ্ন ফাঁস রোধ এবং অসদুপায় বন্ধে ভেন্যু কেন্দ্রগুলো প্রত্যাহার করে মূল কেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়েছে। এর ফলে প্রকৃত মেধা যাচাই হয়েছে এবং পাসের হার কিছুটা কমেছে।" তবে সমালোচকরা বলছেন, পাসের হার ৫০ শতাংশের আশেপাশে নেমে আসাটা একটি বোর্ডের জন্য 'বিপর্যয়'-ই বটে।
মোট কৃতকার্য ৫৬ হাজার ৫০৯ জনের মধ্যে জিপিএ-৪ থেকে ৫-এর নীচে ১৯ হাজার ৩০ জন, জিপিএ-৩.৫ থেকে ৪-এর নীচে ১৪ হাজার ৩৬ জন, জিপিএ-৩ থেকে ৩.৫-এর নীচে ১১ হাজার ১৫৪ জন, জিপিএ-২ থেকে ৩-এর নীচে ৬ হাজার ১৫৮ জন এবং জিপিএ-১ থেকে ২-এর নীচে ১৩৬ জন রয়েছে।
জেলা পর্যায়ে পাসের হারে এবার শীর্ষে রয়েছে যশোর জেলা (৫৮.২৫ শতাংশ)। এরপর রয়েছে খুলনা (৫৩.৯৮ শতাংশ) এবং সাতক্ষীরা (৫২.৬৪ শতাংশ)। অন্যদিকে, সর্বনিম্ন পাসের হার মাগুরা জেলায় (৩৭.৪৬ শতাংশ)। এছাড়া, বাগেরহাটে ৪১.৮৫ শতাংশ, কুষ্টিয়ায় ৪৮.৮৫ শতাংশ, চুয়াডাঙ্গায় ৫০.৩৫ শতাংশ, মেহেরপুরে ৪৮.৫১ শতাংশ, নড়াইলে ৪৬.৪৬ শতাংশ এবং ঝিনাইদহে ৪৫.০৭ শতাংশ পরীক্ষার্থী পাস করেছে।
(এসএ/এসপি/অক্টোবর ১৬, ২০২৫)