প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
গোপালগঞ্জে ছুরিকাঘাতে যুবক নিহত, গ্রেপ্তার ১
২০২৫ অক্টোবর ১৭ ১৪:০৭:০৬
গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে ছুরিকাঘাতে আল আমিন মোল্লা (২১) নামের এক যুবক নিহত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার পাথালিয়া দোলা পেট্রোল পাম্প সংলগ্ন চায়ের দোকানে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আল রাফি শেখ (১৯) নামের এক যুবককে আটক করেছে গোপালগঞ্জ থানা পুলিশ।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত আল আমিন মোল্লা গোপালগঞ্জ সদর উপজেলার বোড়াশী ইউনিয়নের চরপাথালিয়া গ্রামের নায়েব আলী মোল্লার ছেলে। আল আমিন চায়ের দোকানে কাজ করত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে আল রাফি শেখ তার মোবাইল চার্জ দেওয়ার জন্য আল- আমিনের কাছে মোবাইলের চার্জার চাইতে যায়। আল -আমিন তার চার্জার দিবেনা বলে জানায়। এ নিয়ে দুজনের মধ্যে বাক-বিতন্ডা হয়। এক পর্যায়ে আল-আমিন ও রাফির মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে । আল রাফি ক্ষিপ্ত হয়ে তার দোকান থেকে ছুরি এনে আল-আমিনের বুকে উপর্যুপুরি কোপাতে থাকে। চিৎকারে স্থানীয়রা ছুটে এসে আল-আমিনকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
গোপালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শাহ আলম বলেন, এ ঘটনায় অভিযুক্ত রাফিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা ।
(টিবি/এএস/অক্টোবর ১৭, ২০২৫)