ঢাকা, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ৩ কার্তিক ১৪৩২

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

সুবর্ণচরে ইউনিয়ন যুবদলের যুব সমাবেশ

২০২৫ অক্টোবর ১৭ ১৮:৪৪:১৯
সুবর্ণচরে ইউনিয়ন যুবদলের যুব সমাবেশ

মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : নোয়াখালীর সুবর্ণচর উপজেলা যুবদলের জাহাজমারা ইউনিটের নেতৃবৃন্দদেরকে নিয়ে সংগঠনকে গতিশীল করা ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয় করার লক্ষ্যে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার বিকেলে চরজব্বর ইউনিয়নের চেওয়াখালী বাজারে যুব সমাবেশের আয়োজন করে জাহাজমারা ইউনিয়ন যুবদল।

জাহাজমারা ইউনিয়ন যুবদলের সভাপতি আইয়ুব আলী পাঠান সভাপতিত্বে এবং সদস্য সচিব গাজী মন্নানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন, সুবর্ণচর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব বশির আহমেদ, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আজগর উদ্দিন দুঃখ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুবর্ণচর উপজেলা যুবদলের সদস্য সচিব নুরুল হুদা, যুগ্ন আহবায়ক এমএ আজিজ, সুবর্ণচর উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব আলমগীর চৌধুরী।

অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, সুবর্ণচর উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক রিয়াজ সিদ্দিকী সৈকত, সুবর্ণচর উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আলী হাসান মোঃ তারেক, সাবেক সদস্য সচিব মামুন হাসান রোহান, ছাত্র নেতা ছালা উদ্দিন সাকা, তানভির আহমেদ পলক, নুরুল আমিন শামীমসহ উপজেলা ইউনিয়নের নেতাকর্মি বৃন্দ।

বক্তারা আগামী সংসদ নির্বাচনে সদর- সুবর্ণচর নোয়াখালী ৪ আসনে মনোনয়ন প্রত্যাশী আলহাজ মোঃ শাহজাহানের ধানের শীষ প্রতীকে কাজ করার আহবান জানান।

(এস/এসপি/অক্টোবর ১৭, ২০২৫)