ঢাকা, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ৩ কার্তিক ১৪৩২

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

নড়াইলে কৃষক দলের অফিস উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

২০২৫ অক্টোবর ১৭ ১৯:৪৩:৪৭
নড়াইলে কৃষক দলের অফিস উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

রূপক মুখার্জি, নড়াইল :নড়াইলের লোহাগড়া উপজেলার ১০নং কোটাকোল ইউনিয়ন কৃষক দলের অফিস উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ ডিসেম্বর) বিকেলে কোটাকোল ইউনিয়নের লঞ্চ ঘাট এলাকায় নতুন অফিসে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি মো. আহাদুজ্জামান বাটু।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন লোহাগড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম।

১০নং কোটাকোল ইউনিয়ন কৃষক দলের সভাপতি বিএমএ রকিব টুনুর সভাপতিত্বে ও লোহাগড়া উপজেলা কৃষক দলের সদস্য সচিব মেজবাহ উদ্দিন পারভেজের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. হেমায়েত হোসেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এ সাইফুল্লাহ মামুন, উপজেলা কৃষক দলের আহবায়ক মো. আলম মুন্সি, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক শফিক, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক সোহেল রানা লাক্সমি, কাশিপুর ইউনিয়ন কৃষক দলের আহবায়ক মো. জাহিদুর রহমান, কোটাকোল ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক মো. ওমর ফারুক খানসহ প্রমুখ।

মতবিনিময় সভায় বক্তরা , আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ ভাবে দলীয় নেতা-কর্মীদের ধানের শীষ প্রতীককের প্রার্থীকে বিজয়ী করার জন্য আহবান জানান।

(আরএম/এএস/অক্টোবর ১৭, ২০২৫)