ঢাকা, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২
প্রচ্ছদ » অর্থ ও বাণিজ্য » বিস্তারিত
যুক্তরাষ্ট্র থেকে ৬০ হাজার ৮০২ টন গম জাহাজ চট্টগ্রাম বন্দরে
২০২৫ নভেম্বর ০৪ ১৩:৫১:২৪
স্টাফ রিপোর্টার : যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত ৬০ হাজার ৮০২ মেট্রিক টন গম নিয়ে এমভি স্পার অ্যারিস জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।
সোমবার (০৩ নভেম্বর) খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আলোকে নগদ ক্রয় চুক্তি নম্বর জি টু জি-০১ এর অধীনে এ আমদানি কার্যক্রম নেওয়া হয়েছে। জাহাজে রক্ষিত গমের নমুনা পরীক্ষা শেষে দ্রুত খালাসের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
উল্লেখ্য, বাংলাদেশ ইতোমধ্যে জি টু জি ভিত্তিতে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি কার্যক্রম শুরু করেছে। এই চুক্তির আওতায় ৪ লাখ ৪০ হাজার মেট্রিক টন গম আমদানি করা হবে।
(ওএস/এএস/নভেম্বর ০৪, ২০২৫)
