ঢাকা, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

নেত্রকোনা- ৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম হিলালীর সমর্থনে গণমিছিল

২০২৫ নভেম্বর ০৫ ১৪:৪৬:৩৮
নেত্রকোনা- ৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম হিলালীর সমর্থনে গণমিছিল

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী নেত্রকোনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় বিএনপি নেতা ডক্টর রফিকুল ইসলাম হিলালীর সমর্থনে কেন্দুয়ায গণমিছিল অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার বিকেলে কেন্দুয়া জয়হরিস্প্রাই সরকারী উচ্চবিদ্যালয়ের খেলারমাঠে তেরটি ইউনিযন ও পৌরসভা থেকে খন্ড খন্ড মিছিল এসে বিশাল সমাবেশের সৃষ্টি হয়। সমাবেশে রফিকুল ইসলাম হিলালী বলেন, যাঁরা মনোনযন চেয়েছিলেন সবাই আমার ভাই। আমি সবার সহযোগিতা চাই। গণতন্ত্র প্রতিষ্ঠায় ধানের শীষ মার্কায় ভোট দিন। ভোট ও ভাতের অধিকার নিশ্চিত করুন।

পরে বিশাল মিছিলটি কেন্দুয়া পৌর শহরের বিভিন্ন প্রদক্ষিন করে।

(এসবিএস/এএস/নভেম্বর ০৫, ২০২৫)