ঢাকা, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

সালথায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে কৃষকের ৬ লাখ টাকার ক্ষতি

২০২৫ নভেম্বর ০৮ ১৮:০০:১১
সালথায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে কৃষকের ৬ লাখ টাকার ক্ষতি

সালথা প্রতিনিধি : ফরিদপুরের সালথায় অগ্নিকাণ্ডে এক কৃষকের বসতঘর পুড়ে ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে৷

আজ শনিবার সকালের দিকে উপজেলার নকুলহাটি গ্রামে আজম মোল্যার বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত কৃষক আজম মোল্যা বলেন, আগুনে আমার বসতঘর ও ঘরের মালামাল সব পুড়ে গেছে। এতে আমার ৬/৭ লাখ টাকার ক্ষতি হয়েছে।

ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আব্দুল জলিল বলেন, নকুলহাটি গ্রামে অগ্নিকাণ্ডের খবর পেয়ে সালথা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়স্ত্রণে আনতে সক্ষম হয়। প্রাথমিকভাবে ধারণা বৈদ্যুতিক শর্ট শার্কিট থেকে আগুনের সুত্রপাত ঘটে। এতে আনুমাণিক ৫লাখ টাকার ক্ষতি হয়েছে৷

(এএন/এসপি/নভেম্বর ০৮, ২০২৫)