ঢাকা, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

নড়াইলে তারুণ্যের উৎসবে দর্শক-শ্রোতাদের ঢল 

২০২৫ নভেম্বর ০৮ ১৯:০৫:১২
নড়াইলে তারুণ্যের উৎসবে দর্শক-শ্রোতাদের ঢল 

রূপক মুখার্জি, নড়াইল : তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের আওতাধীন শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন সচেতনতামুলক প্রচার কার্যক্রম শীর্ষক তারুণ্যের উৎসব ২০২৫ ও বহিরাঙ্গন অনুষ্ঠান উপলক্ষে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নড়াইলের লোহাগড়ায় এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ বেতারের আয়োজনে আজ শনিবার বিকেলের দিকে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ এস এম জাহীদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও প্রকল্প পরিচালক ড. মোহাম্মদ আলতাফ-উল-আলম।

স্বাগত বক্তব্য দেন লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান।

বাংলাদেশ বেতার প্রশাসনের অতিরিক্ত পরিচালক সৈয়দ জাহিদুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্মসচিব ও উপপ্রকল্প পরিচালক মোঃ আলতাফ হোসেন, নড়াইল জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান, জেলা পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম, লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু রিয়াদ প্রমুখ।

আলোচনা শেষে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মঞ্চে এক মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে গান পরিবেশন করেন বাংলাদেশ বেতারের শিল্পী- মৌসুমী, ইকবাল, বিউটি ও গামছা পলাশ।

অনুষ্ঠানে শিশু কিশোর-কিশোরী ও নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেনি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

(আরকে/এসপি/নভেম্বর ০৮, ২০২৫)