ঢাকা, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

লালপুরে দুই কমিটির দ্বন্দ্বে গোঁসাই আশ্রমের নবান্ন উৎসব নিয়ে শঙ্কা

২০২৫ নভেম্বর ১৬ ১৭:৪৮:৩২
লালপুরে দুই কমিটির দ্বন্দ্বে গোঁসাই আশ্রমের নবান্ন উৎসব নিয়ে শঙ্কা

লালপুর প্রতিনিধি : আগামী ২২ নভেম্বর থেকে নাটোরের লালপুর উপজেলার শ্রী শ্রী ফকির চাঁদ বৈষ্ণব গোঁসাইজির আশ্রমে অনুষ্ঠিত হবে ২ দিনব্যাপী নবান্ন উৎসব। চলমান কমিটির আয়োজনের প্রস্তুতির মধ্যেই আলাদা কমিটি দাবি করে গত ১১ নভেম্বর স্থানীয় উত্তম মন্ডলের নেতৃত্বে এক প্রস্ততি সভা হয় আশ্রমের মধ্যে। দুই পক্ষের এমন কার্যক্রমে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। পাশাপাশি নবান্ন উৎসবকে কেন্দ্র করে অপ্রীতিকর কোন ঘটনা ঘটার শঙ্কায় রয়েছে এলাকাবাসী।

কমিটির সভাপতি শ্রী সঞ্জয় কুমার কর্মকার জানান, আশ্রমের প্রধান সেবাইত পরমানন্দ সাধুর স্বাক্ষরিত দাওয়াতপত্র এলাকার বিভিন্ন স্থানে বিলি করা হচ্ছে। আগামী ২২-২৫ নভেম্বর আয়োজিত নবান্ন উৎসব উপলক্ষ্যে চলছে প্রস্ততির কাজ। অথচ উত্তম আশ্রমে এসে প্রধান সেবাইত সাধু পরমানন্দকে হুমকি দেয়া সহ নিজের মনগড়া লোকজন নিয়ে আলাদা কমিটির নামে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে। দীর্ঘদিন থেকে চলমান নবান্ন উৎসবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার-হাজার ভক্তবৃন্দ এখানে আসে। আমাদের কমিটি বৈধ, মেয়াদ শেষ হলে স্বাভাবিকভাবেই দায়িত্ব ছেড়ে দেব। উত্তম মন্ডলের কমিটি সম্পূর্ণ অবৈধ, এ বিষয়ে আদালতে মামলা চলমান আছে।

অপরদিকে উত্তম মন্ডলের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও তিনি কল রিসিভ করেন নি।

এ বিষয়ে লালপুর উপজেলা নির্বাহী অফিসার জুলহাস হোসেন সৌরভ বলেন, দু’পক্ষের বিষয়টি অবগত হয়েছি। নবান্ন উৎসবটি এ এলাকার সকল মানুষের উৎসব, দেশের বিভিন্ন প্রান্তের হাজার হাজার মানুষ এখানে সমবেত হন। তাই প্রতি বছরের ন্যায় এবারেও উৎসবটি শান্তিপূর্ণ ভাবে যাতে সম্পন্ন হয়, তাই দু’পক্ষকে নিয়ে বসবো।

(এমএইচ/এসপি/নভেম্বর ১৬, ২০২৫)