ঢাকা, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫, ১৯ অগ্রহায়ণ ১৪৩২

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

গোপালগঞ্জে প্রতিবন্ধীদের সহায়ক উপকরণ বিতরণ 

২০২৫ ডিসেম্বর ০৩ ১৮:২৩:০৫
গোপালগঞ্জে প্রতিবন্ধীদের সহায়ক উপকরণ বিতরণ 

তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে ১৪টি হুইলচেয়ার ২টি ট্রাই সাইকেল ও ১টি কর্নার চেয়ার বিতরণ করা হয়েছে। আজ বুধবার গোপালগঞ্জ জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র আয়োজিত প্রতিবন্ধী দিবসের অনুষ্ঠান থেকে প্রতিবন্ধীদের এসবএসব সহায়ক উপকরণ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফ-উজ-জামান।

সহায়ক উপকরণ বিতরণ ও প্রতিবন্ধী দিবসের আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন গোপালগঞ্জের সিভিল সার্জন ডা: আবু সাঈদ মোহাম্মদ ফারুক, অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান, সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক অসিত কুমার সাহা।

এতে শুভেচ্ছাও স্বাগত বক্তব্য দেন গোপালগঞ্জ প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালটেন্ট (ফিজিওথেরাপি) ও প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা (অ:দা:) ডা:মো: আনিসুজ্জামান।

‘বাংলা ভাষায় প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি’ এই প্রতিপাদ্যে গোপালগঞ্জে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন উপলক্ষে শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শোভাযাত্রাটি শেষ হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। আলোচনা সভা শেষে হুইল চেয়ার ও প্রতিবন্ধী সহায়ক উপকরণ বিতরণ করেন অতিথিরা।

এতে সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, প্রতিবন্ধী স্কুলের শিক্ষক, অভিভাবক, ছাত্র, ছাত্রী সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।

(টিবি/এসপি/ডিসেম্বর ০৩, ২০২৫)