প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
মিরপুরে বাগদাদ মার্কেটের মদের বার ও আবাসিক হোটেল বন্ধের দাবিতে মানববন্ধন
২০২৫ ডিসেম্বর ০৫ ১৮:৪৮:১৬
মোঃ সিদ্দিকুর রহমান, বিশেষ প্রতিনিধি : ঢাকা মিরপুরে শাহ আলী থানাধীন মিরপুর বাগদাদ শপিং কমপ্লেক্স মার্কেটের ভিতরের মদের বার ও আবাসিক হোটেল বন্ধের দাবিতে মানববন্ধন করা হয়েছে গতকাল শুক্রবার দুপুর ২ ঘটিকার সময়। আন নুরি জামে মসজিদের মুসল্লীরা ও বাগদাদ মার্কেটের দোকানদার ও আশেপাশে ছিন্নমূল মার্কেটসহ অন্যান্য মার্কেটের দোকান মালিক ও কর্মচারী এবং স্থানীয়রা মানববন্ধনের আয়োজন করে। বাগদাদ শপিং কমপ্লেক্স মার্কেটের ব্যবসায়ী সমিতি ও মানববন্ধনে কয়েক শত লোক উপস্থিত হয়ে ছিলেন।
এ প্রতিবেককে মানববন্ধনে উপস্থিত ব্যবসায়ী ও সাধারণ জনগণ জানান, মদের বার ও আবাসিক হোটেল আল মামুনে চলা অনৈতিক কর্মকান্ডের কারনে কোনো ভদ্র পরিবার কেনা কাটা করতে আসে না। কারন মদ খেয়ে নারী-পুরুষ মাতলামি করে, আবাসিক হোটেলে ঢুকে এবং মার্কেটের সামনে প্রায় সময়ই এ নিয়ে মারামারি সংঘটিত হয়। ব্যবসায়ীরা আরও জানায় আমরা কোটি কোটি টাকা মূলধন খাঁটিয়ে ব্যবসা করতে পারছি না।
এ প্রতিবেদককে তারা আরও জানায়, কোন ক্রেতা এ ধরনের বাজে পরিবেশের ভিতরে না আসায় আমরা মাসের পর মাস ব্যবসায় লস করে আসছি। এক ব্যবসায়ী জানায় আমাদের এই মার্কেটে স্বর্ণের দোকান ছাড়াও বিভিন্ন ধরনের দোকান পাট রায়েছে মার্কেট কমিটির সভাপতি ও তার পরিবারবর্গ পর্যন্ত কেনাকাটা করতে আসছে না এই বাগদাদ মার্কেটে । এ প্রতিবেদক কে আন নুরি জামে মসজিদের ইমাম জানায় মিরপুরের সকল মসজিদের ইমাম মোয়াজ্জিন মার্কেটের ব্যবসায়ীরা স্বাক্ষর দিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করেও মদের বার ও হোটেল মামুন কে বন্ধ করা জায় নাই। বাগদাদ মার্কেটের পাশে রয়েছে মিরপুর সরকারি উচ্চ বিদ্যালয় (বেঙ্গলী) এর পাশে আন নুরী জামে মসজিদ যেখানে হাজার হাজার মুসুল্লি নামাজ আদায় করে।
এই মদের বার ও আবাসিক হোটেলের জন্য অত্র এলাকার কোমলমতি ছেলেমেয়েরা নষ্ট হয়ে যাচ্ছে। একটি মদের বার ও আবাসিক হোটেলের জন্য পুরো সমাজ নষ্ট হবে এটা কারো কাম্য হতে পারে না। তৃণমূল মার্কেটের ব্যবসায়ী জহির নামক ব্যবসায়ী জানায় প্রায় সময়ই উঠতি বয়সী ছেলেমেয়েরা মাতাল হয়ে রাস্তায় নেমে এসে মারামারি করে থাকে যাদের জন্য আমরা ব্যবসায়ীরা অতিষ্ঠ হয়ে রাজপথে নেমে এসেছি। বাগদাদ মার্কেটের ব্যবসায়ী সাগর আহমেদ জানায় কিছুদিন পূর্বে মদ খেয়ে মাতলামি করে মারামারির অভিযোগে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মদের বার বন্ধ করে দেয়। একদিন পরেই আকস্মিকভাবে ১৫-২০ জন বারের ও আবাসিক হোটেল মালিক মামুনের লালিত পালিত সন্ত্রাসীরা এসে মার্কেটের সিকিউরিটি গার্ডদের মারধর করে বেশ কিছু দোকানের সাইনবোর্ড ভাংচুর করে। যা নিয়ে বর্তমানে উত্তপ্ত পরিবেশের সৃষ্টি হচ্ছে। মার্কেটের অন্যান্য ব্যবসায়ীরা জানায় এই মদের বার বন্ধ না হওয়া পর্যন্ত আন্দোলন চলমান থাকবে। বিষয়টি মাদকদ্রব্য অধিদপ্তর ও ভিন্ন জায়গায় আমরা লিখিতভাবে অবহিত করলে ও আজ পর্যন্ত কোনো পদক্ষেপ দেখছি না। যেখানে একটি মসজিদ ও একটি সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় অবস্থিত তার পাশে মদের বার থাকা কতটুকু আইন সংগত জানিনা। সকাল ১০ টা থেকে রাত দুইটা পর্যন্ত চলে মদের আসর যেখানে দেখা যায় অল্প বয়সী ছেলে মেয়েরা ও মদ খেয়ে নিচে এসে মাতলামি শুরু করে এই মদের বার ও আবাসিক হোটেল আল মামুন এর কারণে ধ্বংস হয়ে যাচ্ছে যুব সমাজ।
বাগদাদ মার্কেট ব্যবসায়ী আন নুরি মসজিদের কমিটি মুসল্লিরা এবং মিরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের কর্তৃপক্ষ সহ ছিন্নমূল মার্কেট মুক্তিযোদ্ধা মার্কেট এবং আশেপাশে মার্কেট গুলোর একটাই দাবি অতি দ্রুত সময়ের মধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের নিকট দাবি দ্রুত সময়ের মধ্যে এই বার ও আবাসিক হোটেল বন্ধ করা হয় তা হলে উপকৃত হবে যুব সমাজ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী মসজিদের মুসুল্লিরা। এ প্রতিবেদক মদের বারে বক্তব্য নেওয়ার জন্য গেলেও বার ভিতর থেকে বন্ধ রেখে কোন বক্তব্য দিতে রাজি হয়নি এবং বার্ষিক হোটেল আল মামুনে গেলেও মোঃ ইমরান জানান, মামুন স্যারের সাথে এখন দেখা করা যাবে না আপনি সন্ধ্যায় আসুন। তবে এ প্রতিবেদক তার ভিজিটিং কার্ড দিয়ে চলে আসে এবং যোগাযোগ করতে আর যায়নি। কারণ তাদের কাজ হল সাংবাদিক ও প্রশাসনদের ম্যানেজ করে চলা। এ প্রতিবেদক সন্ধ্যায় আর ওই হোটেলে আর যাননি।
(এসআর/এএস/ডিসেম্বর ০৫, ২০২৫)
