ঢাকা, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় মহম্মদপুরে দোয়া মাহফিল

২০২৫ ডিসেম্বর ০৫ ১৯:০২:২৭
খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় মহম্মদপুরে দোয়া মাহফিল

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় মাগুরার মহম্মদপুর উপজেলায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ডিসেম্বর) দুপুরে নহাটা ইউনিয়নের চাকুলিয়া গ্রামে ১নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ সিরাজুল ইসলাম।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সহ-সভাপতি মোঃ বনি আমিন,১নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মোঃ মোসলেম খান,সহ-সাধারণ সম্পাদক মোঃ টিপু মোল্লা,বিএনপি সদস্য আইয়ুব খান,যুবদল নেতা হেমায়েত জমাদ্দার,নহাটা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক লাহুদ মোল্লা এবং ১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি রানা মোল্লা।দোয়া মাহফিলে বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন এবং বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

(বিএসআর/এএস/ডিসেম্বর ০৫, ২০২৫)