প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
কাপ্তাইয়ে তম্বপাড়ায় কোঃনওয়ং জাদি নির্মাণ উপলক্ষে ১৬৮ ঘণ্টাব্যাপী মহা পটঠান-পাঠ ও সংঘদান সম্পন্ন
২০২৫ ডিসেম্বর ০৫ ১৯:০৫:৩৩
রিপন মারমা, কাপ্তাই : রাঙামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের তম্বপাড়া ধর্মরত্ন বৌদ্ধ বিহারে কোঃনওয়ং জাদি নির্মাণ উপলক্ষে রাঙ্গামাটি জেলায় এই প্রথম ১৬৮ ঘণ্টা ৭ দিনব্যাপী অবিরাম মহা পটঠান-পাঠ, বুদ্ধমূর্তি জীবন্যাস, প্রব্রজ্যা–উপসম্পদা গ্রহণ, অষ্টপরিস্কার প্রদান ও মহাসংঘদান পুণ্যানুষ্ঠান-২০২৫ সফল ভাবে শুক্রবার (৫ ডিসেম্বর) দিনব্যাপী তম্বপাড়া ধর্মরত্ন বৌদ্ধ বিহার মাঠ প্রাঙ্গণে সুগাইন্দা থের ,খেলুঅং মারমা ও মেক্রাচিং মারমা পরিবারবর্গ উদ্যোগে, তম্বপাড়া গ্রামবাসী সহযোগিতা ৭দিন ব্যাপী এই আয়োজনের সমাপ্তি হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কাপ্তাই ওয়াগ্গা তম্বপাড়া ধর্মরত্ন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত সুগাইন্দা থের। বিহার পরিচালনা কমিটির সভাপতি পাই সুই উ মারমা সঞ্চালনায়
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—কাপ্তাই রাজ নিকায় মার্গে (মাংগই) মহা সংঘনায়ক, চিংস্রং বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত পামাক্ষা মহাথের। বিশেষ অতিথি ছিলেন—কাপ্তাই দেবতাছড়ি মহাজনপাড়া ওয়াগ্গা বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত ক্ষেমিন্দা মহাথের ও কাপ্তাই ওয়াগ্গা নোয়াপাড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত পুংঞাওয়াইন্সা মহাথের।
ধর্মীয় দেশনা প্রদান করেন, রাঙ্গুনিয়া ধর্মগোদা বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত ঞানাওয়াহন্সা মহাথের। এসময় বিভিন্ন এলাকা থেকে আগত বৌদ্ধ ধর্মাবলম্বী, সংঘশ্রেষ্ঠ ভান্তেগণ, স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ ভক্তবৃন্দ উপস্থিত থেকে পুণ্যলাভ করেন। আয়োজক পরিবারবর্গ জানান, বৌদ্ধ সমাজের চিরশান্তি, সমৃদ্ধি এবং গ্রামের উন্নয়ন কামনায় এ মহাপুণ্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। পরে ভক্তদের মাঁঝে অষ্টপরিস্কারসহ সংঘদানের আয়োজন করা হয় এবং জাদির নির্মাণ কাজের জন্য বিশেষ প্রার্থনা করা হয়।
(আরএম/এএস/ডিসেম্বর ০৫, ২০২৫)
