ঢাকা, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১৬ পৌষ ১৪৩২

প্রচ্ছদ » শিক্ষা » বিস্তারিত

২৪ ঘণ্টা ধরে শিক্ষা ভবন মোড়ে সাত কলেজের শিক্ষার্থীরা

২০২৫ ডিসেম্বর ০৮ ১৩:৪৫:৪৬
২৪ ঘণ্টা ধরে শিক্ষা ভবন মোড়ে সাত কলেজের শিক্ষার্থীরা

স্টাফ রিপোর্টার : ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ ঘোষণার দাবিতে রাজধানীর শিক্ষা ভবনের পাশে জড়ো হচ্ছেন সাত কলেজের শিক্ষার্থীরা।

সোমবার (৮ ডিসেম্বর) দুপুর ১২টা নাগাদ তাদের অবস্থান কর্মসূচি পালন করতে দেখা যায়। ধীরে ধীরে বিভিন্ন কলেজ থেকে অনেকেই অবস্থান কর্মসূচিতে আসছেন।

তবে এখনো রাস্তা অবরোধ বা অন্য কোনো কর্মসূচিতে যাননি শিক্ষার্থীরা। ফলে হাইকোর্ট মোড় দিয়ে গুলিস্তান, সচিবালয়, প্রেসক্লাব ও ঢাকা বিশ্ববিদ্যালয় অভিমুখে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

রবিবার (৭ ডিসেম্বর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালনের পর রাতভর শিক্ষা ভবন মোড়ে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেন আন্দোলনের সংগঠক নাঈম হাওলাদার। পরে একদল শিক্ষার্থী রাতে মোড়েই কাঁথা বিছিয়ে ঘুমান। সকাল থেকে অন্যরা পুনরায় জড়ো হওয়া শুরু করেছেন।

আন্দোলনকারীরা জানিয়েছেন, তারা একদফা দাবি বাস্তবায়ন ছাড়া ফিরে যাবেন না।

সরেজমিনে দেখা যায়, আন্দোলনকারীরা শিক্ষা ভবনের পাশের সংযোগ সড়কে বসে অবস্থান কর্মসূচি পালন করছেন। তারা ‘রাষ্ট্র তোমার সময় শেষ, জারি করো অধ্যাদেশ’, ‘লিখে রাখো বাংলাদেশ, ঢাকেবি গড়বে দেশ’সহ একাধিক স্লোগান দেন।

(ওএস/এএস/ডিসেম্বর ০৮, ২০২৫)