ঢাকা, রবিবার, ১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২

প্রচ্ছদ » মিডিয়া » বিস্তারিত

নগরকান্দা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মিজানুর, সাধারণ সম্পাদক শফিকুল 

২০২৫ ডিসেম্বর ১১ ১৮:৫৮:৪৫
নগরকান্দা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মিজানুর, সাধারণ সম্পাদক শফিকুল 

নগরকান্দা প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দা রিপোর্টার্স ইউনিটির নির্বাচন ২০২৫ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়েছে। গত সোমবার ঘোষিত ফলে নয় সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মিজানুর রহমান মিজান এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন শফিকুল ইসলাম মন্টু।

নতুন নির্বাচিত কমিটির অন্যান্য পদে যারা দায়িত্ব পেয়েছেন তারা হলেন—সহ-সভাপতি গোলাম মোস্তফা, সহ-সাধারণ সম্পাদক আরিফুজ্জামান হিমন, অর্থ বিষয়ক সম্পাদক শাহ জালাল এবং দপ্তর সম্পাদক লিটন খান। কার্যকরী সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন নাছির হোসেন, সেলিম সরদার ও প্রসেনজিৎ বিশ্বাস।

নির্বাচনকে ঘিরে শুরু থেকে শেষ পর্যন্ত ছিল উৎসবমুখর পরিবেশ। ভোটার ও সদস্যরা শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ দায়িত্ব গ্রহণের পর সংগঠনের পেশাগত উন্নয়ন, নীতি-নৈতিকতা রক্ষা এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতা প্রতিষ্ঠায় একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। আগামী দুই বছরের জন্য দায়িত্ব পালন করবে এ নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি।

(পিবি/এসপি/ডিসেম্বর ১১, ২০২৫)