ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২

প্রচ্ছদ » খেলা » বিস্তারিত

২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তিকেই চায় ব্রাজিল

২০২৫ ডিসেম্বর ১৩ ০১:১৭:০৫
২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তিকেই চায় ব্রাজিল

স্পোর্টস ডেস্ক : কার্লো আনচেলত্তিকে নিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনায় এগোতে চায় ব্রাজিল ফুটবল কনফেডারেশন। ইতালিয়ান এই অভিজ্ঞ কোচের কাজে সন্তুষ্ট সিবিএফ তাকে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত জাতীয় দলের দায়িত্বে রাখার কথা ভাবছে।

গত মে মাসে ইউরোপের অন্যতম সফল ক্লাব রিয়াল মাদ্রিদ ছেড়ে ব্রাজিল দলের কোচ হিসেবে দায়িত্ব নেন আনচেলত্তি। বর্তমানে তার চুক্তি রয়েছে ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত। তবে স্পেনের ক্রীড়া দৈনিক এএস জানিয়েছে, খুব শিগগিরই তার সঙ্গে নতুন চুক্তি করতে যাচ্ছে সিবিএফ, যার মেয়াদ বাড়িয়ে নেওয়া হবে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত।

ব্রাজিলের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই কিছু সাহসী সিদ্ধান্ত নিয়েছেন ৬৬ বছর বয়সী এই কোচ। এর মধ্যে সবচেয়ে আলোচিত সিদ্ধান্ত হলো নেইমারকে জাতীয় দলে না ফেরানো। সাবেক পিএসজি তারকা ব্রাজিলের ফুটবলে বড় প্রভাবশালী হলেও, পুরোপুরি ফিট না হলে তাকে দলে রাখা হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন আনচেলত্তি।

রিয়াল মাদ্রিদ, এসি মিলান, জুভেন্টাস, পিএসজি ও বায়ার্ন মিউনিখের মতো ক্লাবকে কোচিং করানো আনচেলত্তির বিশাল অভিজ্ঞতা রয়েছে। তার অধীনে এখনও ব্রাজিল তাদের সেরা রূপে না ফিরলেও, মাঠের খেলায় ইতিবাচক পরিবর্তনের আভাস মিলছে। সিবিএফের বিশ্বাস, পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে আবার শীর্ষে ফেরানোর জন্য আনচেলত্তিই সবচেয়ে উপযুক্ত মানুষ।

(ওএস/এএস/ডিসেম্বর ১৩, ২০২৫)