ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

সালথায় লালন নবধারা সংগীত একাডেমীর ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী 

২০২৫ ডিসেম্বর ১৩ ১০:২৮:২৩
সালথায় লালন নবধারা সংগীত একাডেমীর ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী 

সালথা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের সালথায় লালন নবধারা সংগীত একাডেমীর ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে উপজেলার আটঘর ইউনিয়নের গৌড়দিয়া বলরাম সরকারের বাড়িতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

লালন নবধারা সংগীত একাডেমীর সভাপতি, গীতিকার ও সুরকার বাবু বলরাম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা কালচারাল অফিসার মোঃ সাইফুল হাসান মিলন, ফরিদপুর সম্মলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সাংবাদিক শাহাদাত হোসেন তিতু, সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহীন, প্রচার সম্পাদক নাছির মাতুব্বর, ফরিদপুর সম্মলিত সাংস্কৃতিক জোটের যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান, সাংবাদিক আবু নাসের হুসাইন, যুবদল নেতা মাহফুজ খান প্রমুখ।

লালন নবধারা সংগীত একাডেমীর সাধারণ সম্পাদক প্রল্লাদ কুমার শীলের সঞ্চালনায় এসময় গাণ পরিবেশন করেন, সংগীত শিল্পী নিশিকান্ত বৈরাগী, রুমা সরকার, ভগিরথ মালো, তানিয়া আক্তার সহ আরো অনেকে।

এসময় জেলা কালচারাল অফিসার মোঃ সাইফুল হাসান মিলন, লালন নবধারা সংগীত একাডেমীর সভাপতি বাবু বলরাম সরকার, আবুল হোসেন বয়াতী, নাট্যকার নির্দেশক ও সংগঠক আনিসুর রহমান ও সাংবাদিক আবু নাসের হুসাইনকে গুনী ব্যক্তিত্ব হিসেবে সম্মাননা স্বারক প্রদান করা হয়।

(এএনএইচ/এএস/ডিসেম্বর ১৩, ২০২৫)