ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২
প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
১৩৫ শহীদের বদ্ধভূমিতে শ্রদ্ধাঞ্জলী
২০২৫ ডিসেম্বর ১৪ ১৮:৩৮:২০
গৌরনদী প্রতিনিধি : বরিশালের গৌরনদীতে পাক সেনাদের গুলিতে ১৩৫ শহীদের বদ্ধ ভূমিতে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেছেন প্রশাসন।
আজ রবিবার সকালে শহীদ বুদ্ধিজীবি দিবসের প্রথম প্রহরে উপজেলার বাটাজোর ইউনিয়নের হরহর গ্রামে মরার ভিটা নামক বদ্ধভূমিতে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন প্রশাসন, মুক্তিযোদ্ধা সহ সর্বস্তরের জনতা।
দুপুরে উপজেলা অডিটোরিয়ামে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. ইব্রাহীম, সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, মডেল থানার ওসি তারিক হাসান রাসেল সহ অন্যান্যরা। একইদিন সন্ধ্যায় গৌরনদী সরকারী কলেজ প্রাঙ্গনের বধ্যভূমিতে মোমবাতি প্রজ্জলন করা হয়।
(টিবি/এসপি/ডিসেম্বর ১৪, ২০২৫)
