ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

হরিণের ১০২ কেজি মাংসসহ শিকারী আটক, এক বছরের সশ্রম কারাদণ্ড

২০২৫ ডিসেম্বর ১৪ ১৮:৪৮:৪৪
হরিণের ১০২ কেজি মাংসসহ শিকারী আটক, এক বছরের সশ্রম কারাদণ্ড

সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : সুন্দরবন থেকে শিকার করে আনা ১০২ কেজি হরিণের মাংসসহ লিটন হাওলাদার (৪৯) নামে এক শিকারীকে আটক করেছে বনরক্ষীর।

আজ রবিবার ভোর রাতে চরদুয়ানী বাজার এলাকায় অভিযান চালিয়ে এই হরিণ শিকারীকে আটক করা হয়। হরিণ শিকারী লিটন হাওলাদার পাথরঘাটা উপজেলার কাঠালতলী গ্রামের রুস্তম হাওলাদারের ছেলে। পরে পাথরঘাটা উপজেলা ম্যাজিস্ট্রেট শেখ মোহাম্মদ পনির মোবাইল কোর্টের মাধ্যমে হরিণ শিকারী লিটন হাওলাদার এক বছরের সশ্রম কারাদন্ড ও ৫০ হাজার টাকা অর্থ দন্ডে দন্ডিত করেন।

বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাইল করিম চৌধুরী আরো জানান, সুন্দরবন থেকে হরিণ শিকার করে লিটন হাওলাদার তা বিক্রি করার জন্য চরদুয়ানী বাজারে রেখেছে এমন সংবাদ আসে বন বিভাগের কাছে। খবর পেয়ে রবিবার ভোর রাতে সুন্দরবনের জ্ঞানপাড়া বিশেষ টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেষ্টার মো. আসাদুজ্জামানের নেতৃত্বে বনরক্ষীরা অভিযান চালিয়ে শিকারী লিটন হাওলাদার দুটি বস্তায় ভরা ১০২ কেজি হরিণের মাংসসহ আটক করে। পরে মোবাইল কোর্টের মাধ্যমে হরিণ শিকারীকে এক বছরের সশ্রম কারাদন্ড ও ৫০ হাজার টাকা অর্থ দন্ড করা হয়। একই সাথে জব্দকৃত হরিণের মাংস কেরোসিন দিয়ে মাটি চাপা দেয়া হয়।

(এস/এসপি/ডিসেম্বর ১৪, ২০২৫)