প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
যশোরের এএসআই কারী মহিবুল্লাহ সাময়িক বরখাস্ত
২০২৫ ডিসেম্বর ১৫ ১৩:৫১:০০
রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : ছুটি নিয়ে বাড়িতে না থেকে সাতক্ষীরা-২ আসনে জামায়াত ইসলাম মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেকের নির্বাচনী জনসভায় ইউনিফর্ম পরে ইসলামী সঙ্গীত পরিবেশন ও বক্তব্য রাখার অভিযোগে যশোর পুলিশ লাইনে কর্মরত সহকারি উপপরিদর্শক মহিবুল্লাহ কারী মহিবুল্লাহকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রবিবার যশোর পুলিশ সুপার তাকে বরখাস্ত করেন।
যশোর পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে , গত ৭ ডিসেম্বর সাতক্ষীরা পৌরসভার ১নং ওয়ার্ড জামায়াতের আমীর জিয়াউর রহমানের সভাপতিত্বে সাতক্ষীরা-২ (সদর ও দেবহাটা) আসনের জামায়াত ইসলামী মনোনীত মুহাদ্দিস আব্দুল খালেকের দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী পথসভা আমতলা মোড়ে অনুষ্ঠিত হয়। রাত ৮টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত ওই পথসভায় ইউনিফর্ম পরিহিত অবস্থায় ইসলামী সঙ্গীত পরিবেশন ও নির্বাচনী বক্তব্য দেন যশোর পুলিশ লাইনে কর্মরত ও সাতক্ষীরা পুলিশ লাইনে পূর্বে কর্মরত সহকারি উপপরিদর্শক (সশস্ত্র) ৭৩৭ মহিবুল্লাহ কারী মহিবুল্লাহ। বিষয়টি আরআই যশোর পুলিশ লাইন্সের মাধ্যমে জানা যায়। জানানো হয় খুলনা রেঞ্জের উপমহাপুলিশ পরিদর্শক ও যশোর পুলিশ সুপারকে। যাহা পুলিশের পেশাদারিত্ব ও ভাবমুর্তি ক্ষুন্ন করে। মহিবুল্লাহ কারী মহিবুল্লাহ গত ২৬ নভেম্বর থেকে ১৫ দিনের আরআরএল ছুটি নিয়ে নড়াইল জেলার বাড়িতে রওনা করেন। ছুটি শেষে ১২ ডিসেম্বর তিনি কর্মস্থলে যোগদান করেন। মোবাইলে তিনি জামায়াতের পথসভায় ইসলামী সঙ্গীত পরিবেশন ও বক্তব্য রাখার বিষয়টি নিশ্চিত করেন। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থাসহ অন্যান্য ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মহিবুল্লাহ কারী মহিবুল্লাহকে সাময়িক বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন যশোর পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম।
(আরকে/এএস/ডিসেম্বর ১৫, ২০২৫)
