প্রচ্ছদ » আইন আদালত » বিস্তারিত
বৃহস্পতিবার ‘বাংলাদেশ সুপ্রিম কোর্ট দিবস’
২০২৫ ডিসেম্বর ১৮ ১৩:২৬:২৯
স্টাফ রিপোর্টার : ১৮ ডিসেম্বর (বৃহস্পতিবার) ‘বাংলাদেশ সুপ্রিম কোর্ট দিবস’। এ দিবস উপলক্ষে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি, আইনজীবী ও বিশিষ্ট ব্যক্তিদের অংশগ্রহণে সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। বিকেল ৪টার দিকে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন- সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি, হাইকোর্ট বিভাগের বিচারপতি, অ্যাটর্নি জেনারেল সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান প্রমুখ।
২০১৭ সালের ২৫ অক্টোবর সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভায় প্রতি বছর ১৮ ডিসেম্বর সুপ্রিম কোর্ট দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
ওইদিন সুপ্রিম কোর্টের পক্ষ থেকে জানানো হয়, ‘ফুলকোর্ট সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে যে, স্বাধীন বাংলাদেশের সংবিধান অনুযায়ী প্রথম যেদিন উচ্চ আদালতের কার্যক্রম শুরু হয়েছিল (১৯৭২ সালের ১৮ ডিসেম্বর), সেদিন অর্থাৎ ১৮ ডিসেম্বর বাংলাদেশ সুপ্রিম কোর্ট দিবস পালন করা হবে।’
এরপর পর থেকে সুপ্রিম কোর্টে দিবস পালিত হয়ে আসছে।
(ওএস/এএস/ডিসেম্বর ১৮, ২০২৫)
