ঢাকা, রবিবার, ১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২

প্রচ্ছদ » মিডিয়া » বিস্তারিত

খুলনার সাংবাদিক ইমদাদুলকে গুলি করে হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

২০২৫ ডিসেম্বর ২১ ১৮:৪২:১৭
খুলনার সাংবাদিক ইমদাদুলকে গুলি করে হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : খুলনার সাংবাদিক ইমদাদুল হককে গুলি কতরে হত্যা, দেশের শীর্ষ গণমাধ্যম প্রথম আলো, ডেইলি স্টারের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের পর ও অগ্নিসংযোগের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার সকালে সাতক্ষীরা প্রেসক্লাবের একাংশের আয়োজনে শহরের শহীদ স.ম আলাউদ্দিন চত্ত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন ইনডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি আবুল কাশেম। মানববন্ধনের শুরুতে মহান বিপ্লবী শহীদ হাদির প্রতি শ্রদ্ধা রেখে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

মানববন্ধন ও বিক্ষোভ কর্মসুচি চলাকালে বক্তব্য রাখেন, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপি, দীপ্ত টিভির রঘুনাথ খাঁ, বাংলাভিশনের আসাদুজ্জামান, ৭১ টিভির বরুণ ব্যাণার্জী প্রমুখ।

বক্তারা বলেন, ইনক্লাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান আল হাদীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। হত্যার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। জুলাই আন্দোলনে প্রথম আলো প্রশংসনীয় ভূমিকা পালন করেছিল। শেখ হাসিনার সরকার প্রথম আলোকে সরকারি দপ্তরে নিষিদ্ধ করেছিল। আবার জুলাই আন্দোলনে প্রথম আলো আন্দোলনকারিদের পক্ষে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছিল। এরপরও একটি উগ্রগোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে মব সৃষ্টি করে হাদীর মৃত্যুর পর প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকার কার্যালয়ে হামলা, ভাংচুর ও লুটপাট শেষে অগ্নিসংযোগ করেছ। খুলনার ডুমুরিয়ার শলুয়া প্রেসক্লাবের সভাপতি ইমদাদুল হককে বৃহষ্পতিবার রাতে একটি চায়ের দোকনে গুলি করে হত্যা করেছ দুর্বৃত্তরা। এসব ঘটনার ৭২ ঘণ্টা পেরিয়ে গেলেও কেউ গ্রেপ্তার হয়নি। উপরন্তু ময়মানসিংহের ভালুকায় দীপু দাস নামে এক পোশাক শ্রমিককে ইসলাম ধর্মের অবমাননার মিথ্যা অপবাদ দিয়ে কারাখানা থেকে ধরে এনে নৃশংস নির্যাতনের পর বিবস্ত্র করে গাছে ঝুলিয়ে পুড়িয়ে হত্যা করা হয়েছে। যা আন্তজার্তিকভাবে বাংলাদেশের ভাবমুর্তিকে খাটো করেছ। ছায়ানট ও উদীচির অফিসে হামলা, ভাংচুর ও লুটপাট করে আগুন দেওয়া হয়েছে। এসব ঘটনার দায় রাষ্ট্র এড়াতে পারে না। এ অবস্থা চলতে থাকলে দেশের মানুষের বাক স্বাধীনতা থাকবে না। তাই ঘটনাগুলোর সাথে জড়িতদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ডিবিসি টেলিভিশনের এম বেলাল হোসেন।

(আরকে/এসপি/ডিসেম্বর ২১, ২০২৫)