প্রচ্ছদ » কৃষি » বিস্তারিত
সালথায় পেঁয়াজ চাষিদের মাঝে কৃষি ব্যাংকের ঋণ বিতরণ
২০২৫ ডিসেম্বর ২২ ১৫:০৬:২৭
সালথা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের সালথায় পেঁয়াজ চাষিদের মাঝে প্রকাশ্যে ঋণ বিতরণ করেছে বাংলাদেশ কৃষি ব্যাংক।
সোমবার (২২ ডিসেম্বর) দুপুর ১২ টার দিকে উপজেলার রামকান্তপুর ইউনিয়নের নারানদিয়া মাঠে এই ঋণ বিতরণ করা হয়।
কৃষি ব্যাংক সালথা বাজার শাখার ব্যবস্থাপক সৈয়দ সোহানুর রহমানের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কৃষি ব্যাংক ফরিদপুর বিভাগীয় মহাব্যবস্থাপক মোহাম্মদ মঈনুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কৃষি ব্যাংক ফরিদপুর বিভাগীয় নিরীক্ষা কর্মকর্তা মোহাম্মদ আজিজুর রহমান ফকির, মূখ্য আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ আব্দুর রশীদ মোল্যা, সাড়ুকদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়ন্ত কুমার বিশ্বাস প্রমুখ।
এসময় চারটি ইউনিয়নের ৪০জন পেঁয়াজ চাষির মাঝে এক বছর মেয়াদী ঋণের চেক বিতরণ করা হয়।
(এএনএইচ/এএস/ডিসেম্বর ২২, ২০২৫)
