প্রচ্ছদ » খেলা » বিস্তারিত
বিদেশিদের আগমনে বিপিএলে প্রাণচাঞ্চল্য
২০২৫ ডিসেম্বর ২৩ ১৭:২৩:২৮
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর সামনে রেখে দলগুলোর প্রস্তুতি এখন পুরোদমে। ম্যাচ ভেন্যুতে সবার আগে পৌঁছে অনুশীলন শুরু করেছে সিলেট টাইটান্স। নিজেদের হোম গ্রাউন্ডে ২১ ডিসেম্বর থেকেই প্রস্তুতি শুরু করা দলটি বিদেশি ক্রিকেটার দলে ভেড়ানোর দিক থেকেও এগিয়ে।
সর্বশেষ গতকাল রাতে সিলেট টাইটান্সে যোগ দিয়েছেন পাকিস্তানের অভিজ্ঞ পেসার মোহাম্মদ আমির।
দলের ম্যানেজার রেজোয়ান কবীর সিদ্দিকী জানিয়েছেন, আজই দলে যোগ দেওয়ার কথা রয়েছে সালমান ইরশাদ, অ্যারন জোন্স ও সিয়াম আইয়ুবের। আমিরের উপস্থিতিতে আজ অনুশীলনে বাড়তি চনমনে ভাব দেখা যেতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
অন্যদিকে ঢাকা ক্যাপিটালসও তাদের চার বিদেশি ক্রিকেটারকে দলের সঙ্গে যুক্ত করার অপেক্ষায় রয়েছে। পাঁচ পাকিস্তানি ক্রিকেটারকে নিয়ে আজ সিলেটের উদ্দেশ্যে রওনা দেওয়ার পরিকল্পনা করেছে রাজশাহী ওয়ারিয়র্স।
তবে ট্রানজিট জটিলতার কারণে দেরি হলে তারা আগামীকাল সিলেট ক্যাম্পে যোগ দেবেন। শক্তিশালী দল হিসেবে বিবেচিত রংপুর রাইডার্সের বিদেশি ক্রিকেটাররা কাল থেকে অনুশীলনে নামবেন।
বিদেশি ক্রিকেটারদের আগমন শুরু হওয়ায় বিপিএলের উত্তাপ বাড়ছে বলে মনে করছেন কর্মকর্তারা। সীমিত সময়, বাজেট সংকট ও ফ্র্যাঞ্চাইজি নির্বাচনসহ নানা চ্যালেঞ্জ মোকাবিলা করেই এই পর্যায়ে টুর্নামেন্টটি নিয়ে এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
নিরাপত্তাজনিত কারণে ঢাকায় ২৪ ডিসেম্বরের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করা হলেও ম্যাচের দিন দর্শকদের জন্য সীমিত পরিসরে সাংস্কৃতিক আয়োজন রাখা হয়েছে। বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু জানিয়েছেন, উদ্বোধনী দিনের দুই ম্যাচের প্রায় ৮০ শতাংশ টিকিট ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে।
নতুন নির্বাচিত বিসিবি কমিটি দায়িত্ব নেওয়ার পর অগ্রাধিকার ভিত্তিতে বিপিএলের কার্যক্রম শুরু করে। সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বিশেষ গুরুত্ব দিয়েছেন টুর্নামেন্টের ইন্টিগ্রিটি ইস্যুতে। ফিক্সিং প্রতিরোধে আইসিসির সাবেক কর্মকর্তা অ্যালেক্স মার্শালের নেতৃত্বে নেওয়া হয়েছে কঠোর ব্যবস্থা।
ইতিহাসে প্রথমবারের মতো ফ্র্যাঞ্চাইজি মালিকদের সরাসরি সাক্ষাৎকার নেওয়া হয়েছে। পাশাপাশি ইন্টিগ্রিটি ইউনিটকে টেকনিক্যাল সহায়তা দেবে সিআইডি।
মাঠের প্রস্তুতিতেও ব্যস্ত দলগুলো। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ছাড়া বাকি পাঁচ দল অনুশীলন শুরু করেছে। রাজশাহী ওয়ারিয়র্স বিসিবি একাডেমি মাঠে অনুশীলনের পর রংপুর রাইডার্সের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলেছে। সিলেট টাইটান্স নিজেদের মধ্যে ম্যাচ পরিস্থিতির অনুশীলন করেছে। নোয়াখালী এক্সপ্রেস আজ ঢাকায় অনুশীলন করে আগামীকাল সিলেট যাবে। উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে তারা চট্টগ্রাম রয়্যালসের মুখোমুখি হবে। আসরের প্রথম ম্যাচে খেলবে রাজশাহী ও সিলেট।
(ওএস/এএস/ডিসেম্বর ২৩, ২০২৫)
