ঢাকা, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২

প্রচ্ছদ » দেশের বাইরে » বিস্তারিত

তুরস্কের আঙ্কারায় বিমান দুর্ঘটনায় লিবিয়ার সেনাপ্রধান নিহত

২০২৫ ডিসেম্বর ২৪ ১২:৪৪:৪৫
তুরস্কের আঙ্কারায় বিমান দুর্ঘটনায় লিবিয়ার সেনাপ্রধান নিহত

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের রাজধানী আঙ্কারার কাছে একটি বিমান দুর্ঘটনায় লিবিয়ার সেনাবাহিনীর চিফ অব স্টাফ মোহাম্মদ আলী আহমেদ আল-হাদ্দাদ নিহত হয়েছেন। আঙ্কারার একটি বিমানবন্দর থেকে তার বহনকারী ব্যক্তিগত জেটটি উড্ডয়নের কিছুক্ষণ পরেই এই দুর্ঘটনা ঘটে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সংঘটিত এ দুর্ঘটনায় বিমানে থাকা সব আরোহী নিহত হয়েছেন। এছাড়া নিহতদের মধ্যে লিবিয়ার চারজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা এবং তিনজন ক্রু সদস্য রয়েছেন।

তুর্কি কর্মকর্তারা আলজাজিরাকে জানিয়েছেন যে, প্রাথমিক তদন্তে নাশকতার কোনো প্রমাণ পাওয়া যায়নি; বরং যান্ত্রিক ত্রুটির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

দুর্ঘটনায় নিহত অন্য চার কর্মকর্তা হলেন- লিবিয়ার স্থলবাহিনীর প্রধান জেনারেল আল-ফিতৌরি ঘারিবিব; সামরিক উৎপাদন কর্তৃপক্ষের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদ আল-কাতাউই; চিফ অব স্টাফের উপদেষ্টা মুহাম্মদ আল-আসাবি ডায়াব এবং চিফ অব স্টাফের কার্যালয়ের সামরিক আলোকচিত্রী মুহাম্মদ ওমর আহমেদ মাহজুব। খবর: আল জাজিরা।

লিবিয়ার প্রধানমন্ত্রী আবদুল হামিদ দবিবাহ ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে আল-হাদ্দাদের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
তিনি জানান, আল-হাদ্দাদ এবং তার প্রতিনিধি দল যখন দেশে ফিরছিলেন, তখন এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

তিনি বলেন, এই বড় ট্র্যাজেডিটি জাতি, সামরিক বাহিনী এবং সাধারণ মানুষের জন্য এক অপূরণীয় ক্ষতি। আমরা এমন কিছু মানুষকে হারিয়েছি যারা সততা ও নিষ্ঠার সঙ্গে দেশের সেবা করেছেন এবং যারা শৃঙ্খলা, দায়িত্ব ও জাতীয় অঙ্গীকারের এক অনন্য উদাহরণ ছিলেন।

আল-হাদ্দাদ পশ্চিম লিবিয়ার শীর্ষ সামরিক কমান্ডার ছিলেন এবং দীর্ঘদিনের শাসক মুয়াম্মার গাদ্দাফির পতনের পর ২০১৪ সাল থেকে বিভক্ত হয়ে পড়া লিবিয়াকে একীভূত করার লক্ষ্যে জাতিসংঘ-ঘোষিত প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিলেন।

খবর : আলজাজিরা

(ওএস/এএস/ডিসেম্বর ২৪, ২০২৫)