ঢাকা, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২

প্রচ্ছদ » দেশের বাইরে » বিস্তারিত

দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে ফের তলব

২০২৫ ডিসেম্বর ২৪ ১২:৫২:৫৭
দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে ফের তলব

আন্তর্জাতিক ডেস্ক : দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে ফের তলব করেছে ভারত সরকার।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) তাকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়।

এ নিয়ে এক সপ্তাহের মধ্যে তাকে দুইবার তলব করা হলো। এর আগে গত ১৭ ডিসেম্বর রিয়াজ হামিদুল্লাহকে তলব করা হয়েছিল।

এদিকে মঙ্গলবার সকালে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে ভার‍তে বাংলাদেশ মিশনগুলোর নিরাপত্তা জোরদারের আহ্বান জানানো হয়।

ভারতের নয়াদিল্লি, কলকাতাসহ বিভিন্ন স্থানে থাকা বাংলাদেশ মিশন নিয়ে উদ্ভূত নিরাপত্তা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে প্রণয় ভার্মাকে তলব করেন পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম।

নয়াদিল্লি, কলকাতাসহ বিভিন্ন স্থানে থাকা বাংলাদেশ মিশনের সামনে ভারতের উগ্র হিন্দুত্ববাদীরা বিক্ষোভ করেছে।
কোথাও কোথাও তারা ব্যারিকেড ভেঙে মিশনে প্রবেশের চেষ্টা করে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিরাপত্তা সংক্রান্ত বিষয় বিবেচনায় নয়াদিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশনে ও আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে ভিসা সেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এ ছাড়া পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে অবস্থিত বাংলাদেশ ভিসা আবেদন কেন্দ্রও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

(ওএস/এএস/ডিসেম্বর ২৪, ২০২৫)