ঢাকা, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

নড়াইলে কোরআন শরীফ অবমাননার অভিযোগে যুবক গ্রেফতার

২০২৫ ডিসেম্বর ২৪ ১৮:৪৭:১৭
নড়াইলে কোরআন শরীফ অবমাননার অভিযোগে যুবক গ্রেফতার

রূপক মুখার্জি, নড়াইল : নড়াইলের কালিয়া উপজেলায় পবিত্র কোরআন শরীফ অবমাননার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে নড়াগাতি থানা পুলিশ।

নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আঃ রহিম জানান, পবিত্র কোরআন শরীফে অবমাননার অভিযোগে কালিয়া উপজেলার খাসিয়াল ইউনিয়নের চোরখালি গ্রামের রুহুল মোল্লার ছেলে হামীম মোল্লাকে (১৮) গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

তিনি আরও জানান, বুধবার (২৪ ডিসেম্বর) সকাল ১১টার দিকে উত্তেজিত জনতা পুলিশের কাছে খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত যুবককে হেফাজতে নেয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে চোরখালি গ্রামে অভিযুক্ত হামীম মোল্লা পবিত্র কোরআন শরীফ অবমাননা করে বলে অভিযোগ ওঠে। ঘটনাটি স্থানীয় কয়েকজন প্রত্যক্ষ করলে তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

পরদিন বুধবার সকালে স্থানীয়রা তাকে খুঁজে পেয়ে মারধরের চেষ্টা করলে তিনি বড়দিয়া বাজারের ব্যবসায়ী জিয়ার দোকানে আশ্রয় নেন। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে ধর্মপ্রাণ মুসলমানেরা অভিযুক্ত যুবকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বড়দিয়া বাজারে জড়ো হন।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বাজারের ব্যবসায়ীরা নড়াগাতি থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

(আরএম/এসপি/ডিসেম্বর ২৪, ২০২৫)