ঢাকা, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

গোপালগঞ্জে জিপি আই ইন্টার ডিপার্টমেন্ট প্রোগ্রামিং কনটেস্ট 

২০২৫ ডিসেম্বর ২৪ ১৯:২২:১৪
গোপালগঞ্জে জিপি আই ইন্টার ডিপার্টমেন্ট প্রোগ্রামিং কনটেস্ট 

তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়েছে জিপিআই ইন্টার ডিপার্টমেন্ট প্রোগ্রামিং কনটেস্ট।

আজ বুধবার সকাল থেকে ওই প্রতিষ্ঠানে দুপুর ২ টায় পর্যন্ত এ প্রোগ্রামিং কনটেস্ট অনুষ্ঠিত হয়। ৪ জন শিক্ষার্থী নিয়ে ১টি টিম গঠন করা হয়। এতে ১৭ টি টিমের মোট ৬৮ জন শিক্ষার্থী অংশ নেয়।

পরে পলিটেকনিক ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের চেয়ারম্যান ড. মৃণাল কান্তি বাওয়ালী।

গোপালগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ ড. সুশীল কুমার পালের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ আবু সায়েম, র‌্যাক সভাপতি সেতু বিশ্বাস, সিএসটি ডিপার্টমেন্টের শিক্ষক নাসির উদ্দিন আহমেদ ও ফুড টেকনোলজির শিক্ষক আব্দুল আলিম।

সমাপনী অনুষ্ঠানের আলোচনাসভা শেষে অতিথিরা বিজয়ী গ্রুপের সদস্যদের হাতে পুরস্কার তুলে দেন।

(টিবি/এসপি/ডিসেম্বর ২৪, ২০২৫)