ঢাকা, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

চরভদ্রাসনে বাল্কহেড থেকে পদ্মায় পড়ে সুকানী নিখোঁজ

২০২৫ ডিসেম্বর ২৪ ১৯:৩৭:১২
চরভদ্রাসনে বাল্কহেড থেকে পদ্মায় পড়ে সুকানী নিখোঁজ

দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় বাল্কহেড থেকে পদ্মা নদীতে পড়ে এক সুকানী নিখোঁজ হয়েছেন। আজ বুধবার সকালে দিকে উপজেলার সদর ইউনিয়নের টিলারচর ও সবুল্লা সিকদারের ডাঙ্গী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ সুকানীর নাম আরিফ শেখ (৪৬)। তিনি ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার শোলমারী গ্রামের মজিবর শেখের ছেলে। চার ভাইবোনের মধ্যে তিনি সবার বড়। আরিফ শেখ বিবাহিত এবং এক মেয়ে ও দুই ছেলের জনক।

নিখোঁজের স্বজনরা জানান, আরিফ শেখ দীর্ঘদিন ধরে ওই বাল্কহেডে সুকানী হিসেবে কাজ করছিলেন।

তার খালু আবুল সরকার বলেন, গত মঙ্গলবার বিকেলে বালু নিয়ে তিনি ফরিদপুর সদরের সিএনবি ঘাট নৌবন্দরে আসেন। বালু নামিয়ে ফেরার পথে চরভদ্রাসনের টিলারচর ও সবুল্লা সিকদারের ডাঙ্গী এলাকায় অসাবধানতাবশত তিনি পদ্মা নদীতে পড়ে যান এবং এরপর নিখোঁজ হন।

খবর পেয়ে ফরিদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ডুবুরি দল বুধবার দুপুর ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নদীতে উদ্ধার অভিযান চালায়। তবে দীর্ঘ সময় তল্লাশি করেও নিখোঁজ সুকানীর কোনো সন্ধান পাওয়া যায়নি। সন্ধ্যা নামায় দিনের মতো উদ্ধার অভিযান স্থগিত করা হয়।

চরভদ্রাসন ফায়ার সার্ভিসের লিডার মোর্তজা ফকির জানান, ফরিদপুর থেকে দুই সদস্যের একটি ডুবুরি দল এনে একাধিকবার নদীতে তল্লাশি চালানো হয়েছে। আলো স্বল্পতার কারণে অভিযান বন্ধ রাখা হয়েছে। আগামীকাল সকাল থেকে পুনরায় উদ্ধার অভিযান শুরু করা হবে।

এদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর সিএনবি ঘাট নৌপুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ বলেন, খবর পেয়ে নৌ পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযানে অংশ নেয়। তবে বুধবার সন্ধ্যা পর্যন্ত নিখোঁজ ব্যক্তির কোনো সন্ধান পাওয়া যায়নি।

(ডিসি/এসপি/ডিসেম্বর ২৪, ২০২৫)